তুমি বললে আজ দুজনে লিরিক্স | Tumi Bolle Aj Dujone Lyrics | Bedona by Shunno

তুমি বললে আজ দুজনে লিরিক্স | শূন্য বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে একটি যা ২০০৭ সালে ঢাকায় গঠিত হয়। এ পর্যন্ত তাদের পাঁচটি একক এবং পাঁচটি মিশ্র অ্যালবাম মুক্তি পেয়েছে। তাদের প্রথম অ্যালবাম নতুন স্রোত ২০০৮ সালে এবং সর্বশেষ অ্যালবাম লটারি ২০১৭ সালে প্রকাশিত হয়।

 

তুমি বললে আজ দুজনে লিরিক্স | Tumi Bolle Aj Dujone Lyrics | Bedona by Shunno

Song Name : Bedona
Band Name : Shunno
Director : Asraful Alam Rubel
AD : Zayed Hawlader
D.O.P : Asraful Alam Rubel
Editing : Sazal Alok
Production : Pinhole Films

তুমি বললে আজ দুজনে লিরিক্স | Tumi Bolle Aj Dujone Lyrics | Bedona by Shunno

তুমি বললে আজ দুজনে লিরিক্স:

তুমি আমার নওতো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো,বেদনার মতো নয় রঙা
জীবনের সব কথা নয়,আমি জীবনটাকেই বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সেতো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো
শেষ বিকেলের ছায়ায় নিয়ে
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলির আলো আঁধার কেও নিয়ে সাথে এদুজনা
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

Tumi Bolle Aj Dujone Lyrics :

Tumi amar noyto sukh
Tumi sukher Bedona
Shob shopner rong hoyna to
Bedonar moto noy ranga
Jiboner shob kotha noy
Ami jibontakei bolte chai
Hoy to dubakkyo noy
Se to valobashar kabbo koy
Ami kobi noi,
Tobu kabbyer bhashay bolbo aaj
Tumi bolley aaj dujone
neel ronga brishti te vijbo
Rodela dupure eksathe
notun shure gaan gaibo
Sesh bikeler chayay nil
Akasher buke aami
Laal ranga swopno ankbo
Ami kobi noi
Tobu kabber bhashay bolbo aaj
Tomar haasir shrabon dholey
Swapno niye bhaste chai
Tomar haashir srabon dholey
Shopno niye vaste chai

গঠন ও প্রতিষ্ঠা :

ভোকাল ইমরুল করিম এমিল ও লিড গিটারিস্ট শাকের রাজা মিলে ২০০৭ সালে ব্যান্ডটি গড়ে তোলেন। কিছুদিনের মধ্যে বেস গিটারিস্ট এন্ড্রু মাইকেল গোমেজ ও ড্রামার রাফাতুল বারী লাবিব তাঁদের সাথে যোগ দেন। একই বছর ফুয়াদ আল মুকতাদিরের বন্য অ্যালবামের প্রত্যাশা গানের মধ্য দিয়ে শূন্য ব্যান্ডের যাত্রা শুরু। ২০০৮ সালে রঙ নামক মিশ্র অ্যালবামে তাদের স্বপ্নঘুড়ি শিরোনামে একটি গান প্রকাশ পায়। সে বছরই তারা নতুন স্রোত নামে একক অ্যালবাম প্রকাশ করে।

 

তুমি বললে আজ দুজনে লিরিক্স | Tumi Bolle Aj Dujone Lyrics | Bedona by Shunno

 

পরের বছর প্রকাশিত হয় শূন্যর দ্বিতীয় অ্যালবাম শত আশা। এই অ্যালবামের শত আশা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণফোন গানটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে।

আরও দেখুনঃ

Leave a Comment