তুমি বাংলার ধ্রুবতারা লিরিক্স | Tumi banglar dhrubotara lyrics | Nokib khan

তুমি বাংলার ধ্রুবতারা লিরিক্স | নকীব খান (জন্ম: ১৮ মার্চ ১৯৫৩)  হলেন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার।নকীব খান ১৯৫৩ সালের ১৮ মার্চ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আইয়ুব খান ও মায়ের নাম আক্তার জাহান খান।নকীব খান চট্টগ্রামের কাজেম আলী স্কুল থেকে মাধ্যমিক, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

 

তুমি বাংলার ধ্রুবতারা লিরিক্স | Tumi banglar dhrubotara lyrics | Nokib khan

 

তুমি বাংলার ধ্রুবতারা লিরিক্স | Tumi banglar dhrubotara lyrics | Nokib khan
তুমি বাংলার ধ্রুবতারা গানের লিরিক্স-নকীব খান

 

তুমি বাংলার ধ্রুবতারা গানের লিরিক্স

তুমি বাংলার-ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

তুমি বাংলার ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

তোমার স্বপ্নে পথচলি আজো
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ||

তুমি বাংলার ধ্রুবতারা লিরিক্স | Tumi banglar dhrubotara lyrics | Nokib khan
তুমি বাংলার ধ্রুবতারা গানের লিরিক্স-নকীব খান

তুমি বাংলার-ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

বাংলা মায়ের রক্ত পলাশ
হৃদয় পদ্ম তুমি
তোমার নামে গর্বিত জাতি
আমার জন্মভূমি।।

তোমার স্বপ্নে পথচলি আজো
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ||

তুমি বাংলার ধ্রুবতারা

তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

পদ্মা মেঘনা মধুমতি জলে
স্মৃতির নাও ভাসে
তোমার মহিমা দিগন্তে দেখি
মুক্তির নিঃশ্বাসে।।

তোমার স্বপ্নে পথচলি আজো
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ||

তুমি বাংলার-ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর

 

সঙ্গীত জীবন নকীব খান

নকীব খান কিশোরজীবনেই ব্যান্ড সংগীতের সাথে যুক্ত হয়ে পড়েন। বালার্ক নামের ব্যান্ডে গায়ক ও পিয়ানোবাদক হিসেবে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে। এরপরে ১৯৭৪ সালে “সোলস্” এ যুক্ত হন। তার যোগদানের পর নিজেদের সুর ও কথায় গান কম্পোজ শুরু হয়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সোলস্ এ দশ বছর কাজ করার পর চট্টগ্রাম ছেড়ে তিনি ঢাকায় চলে আসেন এবং ১৯৮৫ সালে রেঁনেসা নামে ব্যান্ড গড়ে তুলেন। এর তিন বছর পর ১৯৮৮ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম রেনেসাঁ বাজারে আসে। পরবর্তীতে ১৯৯৩ সালে তৃতীয় বিশ্ব নামে দ্বিতীয়, ১৯৯৮ সালে ৭১-এর রেনেসাঁ নামে তৃতীয় এবং ২০০৪ সালে একুশ শতকের রেনেসাঁ নামে চতুর্থ অ্যালবাম প্রকাশ হয়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে – নিজ কণ্ঠে ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ক্লোজআপ ওয়ান থিম সং ‘যদি লক্ষ্য থাকে অটুট’।

 

তুমি বাংলার ধ্রুবতারা লিরিক্স | Tumi banglar dhrubotara lyrics | Nokib khan
তুমি বাংলার ধ্রুবতারা গানের লিরিক্স-নকীব খান

নকীব খান ১৯৯৩ সালে নুসরাত খানকে বিয়ে করেন। বর্তমানে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার মেয়ের নাম ফাবিহা খান এবং ছেলের নাম জারিফ খান। পেশাগত জীবনে নকীব খান নেসলে বাংলাদেশ-এর কর্পোরেট বিষয়ক পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে প্রায় আট বছর চাকরি জীবনের শুরুতে ফিলিপস বাংলাদেশ লিমিটেড এবং বিওসি বাংলাদেশ লিমিটেড-এ চাকরি করেন।এছাড়াও, তিনি মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশ এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও দেখুনঃ

Leave a Comment