তোমাকে চাই লিরিক্স [ Tumake Chai Lyrics ] – এন্ড্রু কিশোর ও কনক চাঁপা [ Andrew Kishore & Kanak Chapa ]

তোমাকে চাই লিরিক্স [ Tumake Chai Lyrics ] – এন্ড্রু কিশোর ও কনক চাঁপা [ Andrew Kishore & Kanak Chapa ]

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ তোমাকে চাই

তোমাকে চাই লিরিক্স [ Tumake Chai Lyrics ] – এন্ড্রু কিশোর ও কনক চাঁপা [ Andrew Kishore & Kanak Chapa ]

 

তোমাকে চাই লিরিক্স [ Tumake Chai Lyrics ] - এন্ড্রু কিশোর ও কনক চাঁপা [ Andrew Kishore & Kanak Chapa ]

 

তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স :

তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই
বা না পাই তোমাকে চাই,
শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই

বাঁধনহারা মনটা আমার
শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ
আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি
বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
সারাটি জীবন, ছায়ার মতন
আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি
আমার মরণ তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকে চাই,
শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই

 

মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা

 

Tumake Chai Shudhu Chai Lyrics :

Tumake chai shudhu tumake chai
Ar kichu jibone pai ba na pai
Ar kichu jibone pai ba na pai
badhon hara monta amar
sason baron manena
tumar preme pagol poran
Ar kichu to janena

chokher sopon tumi buker kapon
tumi koto apon tumi jana nai…
nai Tumake chai shudhu tumake chai
Ar kichu jibone pai ba na pai
Tumake chai shudhu tumake chai
Ar kichu jibone pai ba na pai
Ar kichu jibone pai ba na pai
sarati jibon chayari moton
amari pashe thakona bukeri
ghore joton kore amake
tumi rakho na

Amar jibon tumi Amar moron
tumi koto apon tumi jana nai..
nai Tumake chai shudhu tumake chai
Ar kichu jibone pai ba na pai
Tumake chai shudhu tumake chai
Ar kichu jibone pai ba na pai
Ar kichu jibone pai ba na pai

 

 

আমার ভিতরে বাহির লিরিক্স [ Amar Bhitoro Bahir Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

 

“এন্ড্রু কিশোর” নিয়ে বিস্তারিতঃ

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৭] এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন :

 

Leave a Comment