তোমাকে না লেখা চিঠি লিরিক্স | সোহম চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন, যদিও এটা তার পক্ষে বেশ কঠিন ছিল।
তোমাকে না লেখা চিঠি লিরিক্স | Tomake Na Lekha Chithita Lyrics | Soham
Movie Name : Bor Asbe Ekhuni (2008)
Singer : Soham Chakraborty
Music : Indraadip Dasgupta
Lyrics : Sharan Dutta
Directed by : Rangan Chakraborty
Label : V.Music
তোমাকে না লেখা চিঠি লিরিক্স :
তোমাকে না লেখা চিঠিটা
ডাকবাক্সের এক কোণে,
সাদা খামের না লেখা নাম
এঁকেছে তার গানে।
সেই চিঠি যত লেখা
থাকে একা একা,
সেই গানের না শোনা সুর
একা একা আঁকা,
ছুঁয়ে যায় তবু কখন এসে..
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা একা গান,
যদি বলি সে সবই তোমারই
একা চিঠি একা একা গান,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ….
আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে
তুমি তোমার দু’চোখে সেই নীল ছুঁলে,
আমি আমিতে ভাসিনি কোনোদিন নীলে
তুমি তোমার দু’চোখে সেই নীল ছুঁলে,
আজও আমার সারাটা নীল
থাকে একা একা,
সেই চিঠি না পড়া সুর
একা একা আঁকা,
ছুঁয়ে যায় তবু কখন এসে..
যদি বলি সে সবই তোমারই
দু’চোখে ভেসে যাওয়া নীল আমার,
যদি বলি সে সবই তোমারই
দুচোখে ভেসে যাওয়া নীল আমার,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ….
তোমার সাথে খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে,
তোমার সাথে খেলার ছলে
তোমার কথায় ছিলাম ভুলে,
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে,
সেই খেলা নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে।
আজ খেলা শেষে এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই ছুঁতে চায়,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ….
তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে,
তুমি ছিলে তোমার সাথে
একলা চাঁদে একলা রাতে,
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে,
আমি আমায় নিয়ে
ছিলাম হারিয়ে গিয়ে।
আজ একা একা এ শহরে
হারিয়ে ফেলে খুঁজি তোমায়,
আজ এতো আলোর এ আঁধারে
এ মন তোমাকেই পেতে চায়,
সাঁইয়া, সাঁইয়া, সাঁইয়া ….
Tomake Na Lekha Chithita Lyrics :
Tomake Na Lekha Chithita
Dakbaksher Ek Kone
Sada khamer na lekha naam
ekeche tar gaane
Sei chithi joto lekha thake eka eka
Sei gaane na shona sur eka eka anka
chuye jay tobu kokhon ese
Jodi boli se sobi tomari
Eka chithi eka anka gaan
Jodi boli se shobi tomari
Eka chithi eka anka gaan
Saiyaan ..
অভিনয় জীবন:
সোহম চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন, যদিও এটা তার পক্ষে বেশ কঠিন ছিল।
তিনি কঠোর পরিশ্রমের পর রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার (২০০৯) ছবিতে পায়েল সরকার-এর বিপরীতে অভিনয় করার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার আরেকটি জনপ্রিয় ছবি হল অমানুষ। বর্তমানে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে তিনি ব্যাপক জনপ্রিয়। তিনি ফিল্মজ ২৪ ডট কমে লাভেরিয়া চলচ্চিত্রটি মুক্তির আগে একটি সাক্ষাৎকার দেন।
তিনি ১৯৮৮ সালে বাংলা ছবি ছোট বউ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তখন তার ৩ বছর বয়স ছিল। পরবর্তিতে তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি। তার পরের ছবি বাজিমাৎ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরবর্তিতে তিনি বলেন যা তিনি কখনই আশা করেননি যা তিনি আবারো উঠে দাঁড়াতে পারবেন, তার বাজিমাত-এর ফ্লপ হওয়ার পরে। কিন্তু তার অভিনীত পরের ছবি প্রেম আমার(২০০৯) মারাত্মক বাণিজ্যিক সাফল্য লাভ করে।

এরপর তিনি জিনা, রহস্য, সোলজার প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু তার কোনটাই বাণিজ্যিক সাফল্য লাভ করেনি।তার পরের ছবি অমানুষ। এই ছবিতে তিনি বিনোদ নামক এক অনাথের চরিত্রে অভিনয় করেন।এই ছবিও সাফল্যমন্ডিত হয়। পরবর্তীতে রাজ চক্রবর্তী পরিচালিত বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি চমৎকার অভিনয় করেন। তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।