তোমাকে লিরিক্স | tomake lyrics | Parineeta | Shreya Ghoshal | 2019
শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ই মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছাপোষণ করেন এবং মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন।
ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন।

এই প্রতিযোগিতা জয়ের পর ২০০২ সালে ভন্সালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার বলিউডে অভিষেক ঘটে। এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।
চলচ্চিত্রের গানে নেপথ্য কণ্ঠদানের পাশাপাশি ঘোষাল কয়েকটি টেলিভিশন সঙ্গীত অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তিনি বিশ্বজুড়ে সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্য তাকে সম্মাননা প্রদান করে এবং সেখানকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ২০১০ সালের ২৬শে জুনকে “শ্রেয়া ঘোষাল দিবস” বলে ঘোষণা দেয়।
২০১৩ সালের এপ্রিল মাসে তিনি লন্ডনে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্যদের নিকট থেকে সম্মাননা লাভ করেন। তিনি পাঁচবার ফোর্বস-এর ভারতের শীর্ষ ১০০ তারকা তালিকায় স্থান করে নেন। ২০১৭ সালে প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে মাদাম তুসো জাদুঘরে ঘোষালের মোমের মূর্তি স্থাপিত হয়।
তোমাকে লিরিক্স | tomake lyrics | Parineeta | Shreya Ghoshal | 2019
Song – Tomake (Pran Dite Chai)
Singer – Shreya Ghoshal
Lyricist & Music – Arko
Movie – Parineeta
Music Label – RCE Music
Youtube Channel – Raj Chakraborty Entertainment

তোমাকে লিরিক্স (বাংলা):
প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও ও.. তোমাকে।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও ও.. তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায় ।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও ও তোমাকে ।
জেনেও তোমার আঁখি,
চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন,
আরও ভালো লাগে
গানে, অভিসারে,
চাই শুধু বারে-বারে
তোমাকে, ও.. তোমাকে।
যেদিন কানে কানে
সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে
জড়িয়ে ধরবো তোমাকে।
পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।
হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ,
নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

Tomake lyrics lyrics :
Pran Ditey Chai, Mon Ditey Chai.
Sobtuku Dhyan Sarakhyon Ditey Chai.
Tomake, O O O Tomake.
Pran Ditey Chai, Mon Ditey Chai.
Sobtuku Dhyan Sarakhyon Ditey Chai.
Tomake, O O O Tomake.
Swopno Sajay Nijeke Harai.
Duti Noyone Roj Niye Shutey Jai.
Tomake, O O O Tomake.
Jeneo Tomar Ankhi,
Chup Kore Thake.
Roj Dui Fonta Jeno,
Arro Bhalo Lagey.
Gaane Obhisare,
Chai Shudhu Bare Bare
Tomake, O O O Tomake.
Jedin Kane-kane Sob Bolbo Tumake
Buker Majhe Jaapte Joriye Dhorbo Tomake.
Poth Che Roi Deri Koro Na Jotoi
Aar Vola Jabena Jibone Kokhonoi,
Tomake, O… Tomake.
Tumi Hasle Amar Thote Hasi
Tumi Ashle Jonaki Rashi Rashi
Rakhi Aagle Tomaye Anuraage
Bolo Kibhabe Bojhai Bhalobashi?
Sob Chithi Sob Kolpona Jure
Rong Mise Jaay Rukho Dupure
Sei Rong Diye Tomake Aaki
Aar Kivabe Bujhai Tomake Valobasi…..
Haa Pran Dite Chai, Mon Dite Chai
Sobtuku Dhen Sarakhon Dite Chai
Tomake, O…tomake.
Sopno Sajai, Nijeke Harai
Aar Duti Noyon E Rooj,
Niye Shute Jai
Tomake, O…tomake.
আরও দেখুনঃ