তোমার ইচ্ছেগুলো লিরিক্স | Tomar Icche Gulo Lyrics | Kona | Akassh Sen

তোমার ইচ্ছেগুলো লিরিক্স | দিলশাদ নাহার কনা একজন বাংলাদেশী সংগীতশিল্পী ও মডেল। নিজের প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি।

তোমার ইচ্ছেগুলো লিরিক্স | Tomar Icche Gulo Lyrics | Kona | Akassh Sen

Singer: Akassh Sen & Kona
Music: Musfiq Litu
Lyrics: Sharif Al-Din
Tune: Nazir Mahamud
Director: AK Porag

তোমার ইচ্ছেগুলো লিরিক্স | Tomar Icche Gulo Lyrics | Kona | Akassh Sen

তোমার ইচ্ছেগুলো লিরিক্সঃ

 

তোমার ইচ্ছে গুলোইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগাভালোবাসা

তোমায় দেবো আরো (x2)

তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো (x2)

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড়

তোমার ইচ্ছে গুলোইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগাভালোবাসা

তোমায় দেবো আরো

তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাঁটছে আমার পিছু,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু (x2)

তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো (x2)

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড়

তোমার ইচ্ছে গুলোইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগাভালোবাসা

তোমায় দেবো আরো

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টাণে

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে (x2)

তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো (x2)

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড়

তোমার ইচ্ছে গুলোইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগাভালোবাসা

তোমায় দেবো আরো

 

তোমার ইচ্ছেগুলো লিরিক্স | Tomar Icche Gulo Lyrics | Kona | Akassh Sen

 

Tomar Icche Gulo Lyrics :

Tomar icche gulo, icche gulo
Tomar ichche gulo icche hole
Amay dite paro
Amar bhalo laga bhalobasha
Tomay debo aaro

Tumi haat-ta shudhu dhoro
Ami hobo na aar kaaro
Tomar shopno gulo amar chokhe
Hocche joro-shoro

Tomar abeg makha kham-kheyali
Haatche amar pichu
Amar asha jawa pother baake
Paini onno kichu

Amar hridoy jeno ban-vashi hoy
Tomar sroter taane
Ami tomar kache jaboi jabo
Ekla thakar dine

দিলশাদ নাহার কনার শৈশব

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কাটে তার মা-বাবা এক ভাই এবং এক বোনের সাথে।কনার ভালো নাম দিলশাদ নাহার কণা হলেও পারিবারিক পরিমণ্ডলে তিনি আরও দুটি নামে পরিচিত। বাবা-মায়ের কাছে কনা নামটি কনুতে রূপান্তরিত হলেও বাচ্চাদের কাছে তার নামটি আরও মজার—‘কনামনা’।মিরপুরের টাইনি টটস স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই কনার স্কুলজীবনের হাতেখড়ি। তিনি ঢাকার মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজের ছাত্রী ছিলেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সঙ্গীত জীবনঃ

মাত্র চার বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানটি শেখার মধ্য দিয়েই কনার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে। কনা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০০০ সালে। কনার প্রথম এলবাম ‘জ্যামিতিক ভালবাসা’, যা বের হয় ২০০৬ সালে। তার দ্বিতীয় একক এলবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে “কনা” নামে। তার তৃতীয় একক এলবাম “সিম্পলি কনা” বের হয় ১৮ আগস্ট ২০১১ তে।

বিজ্ঞাপনের জিঙ্গেলে কণাঃ

ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আভি তো লামহে’ শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা। বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিংগেল করেছেন কনা

আরও দেখুনঃ

Leave a Comment