তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল লিরিক্স | Tomar jonno krishnochorar lal lyrics | Abu ubayda

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল লিরিক্স |  গজল গানের কলিগুলোর অর্থ প্রায়ই দ্ব্যর্থবোধক। প্রেম যখন পুরুষ বা নারীর প্রতি নিবেদিত হয় তখন সে গজল মানব-প্রেম বা পার্থিব-প্রেম, আবার প্রেম যখন স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত হয় তখন তা আধ্যাত্মিক প্রেম। তাই গজল গান এক ধরনের ‘ভাব-সঙ্গীত’ বলেও পরিচিত।

 

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল লিরিক্স | Tomar jonno krishnochorar lal lyrics | Abu ubayda

 

Lyric: Salman habib,

Tune, Vocal, and Music Producer: Abu ubayda

Video Director : bodrul Mumen shakil

edit and color: Abu hurayra, 

Subtitles: Adhora Zahan

production designer: Piash mia

 

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল লিরিক্স :

তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল,
তোমার জন্য জমিয়ে রাখা
অভিমানের অযুত কোটি কাল।
তোমার জন্য পুড়ে যাওয়া মন,
তোমার জন্য পুষে রাখা
একশো আকাশ সেই সে কথা
আরও না-হয় ‘থাকো কিছুক্ষণ’।
তোমার জন্য বৃষ্টি মূখর দিন,
তোমার জন্য জমিয়ে রাখা বুকে
তোমার জন্য আকাশ দেখা বিকাল,
তোমার জন্য ঘুমভাঙা ভোর
রাত্রি শেষের স্নিগ্ধতম সকাল।
তোমার জন্য হৃদ মাঝারে টিপ,
তোমার জন্য আলোয় শহর
সন্ধ্যা নামায় ঝিঝির বহর
জলে উঠে  জোনাকি প্রদি্প
তোমার জন্য ‘ভালোবাসি’ বলা,
তোমার জন্য আকাশ হয়েও
‘অনিয়ম’ এর নিয়ম করে চলা।
তোমার জন্যই ‘যাই পুড়ে যাই রোজ,
তোমার জন্যই চিঠির ভাঁজে লিখি;
‘অভিমানে আমায় নিয়ো খোঁজ’।

 

Leave a Comment