তৌসিফ আহমেদ | বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী

তৌসিফ আহমেদ (তৌসিফ নামেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী। তিনি অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন।

তৌসিফ আহমেদ | বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী

ব্যক্তিগত জীবন

তৌসিফের জন্ম রাজশাহী দিনাজপুরের সিপাইপাড়ায়।

শিক্ষাজীবন

তৌসিফ একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে থেকে মেডিকেল সায়েন্সে শিক্ষাগ্রহণ করেছেন।

সঙ্গীত জীবন

ছোটবেলা থেকেই বাবার হাতেই তার সংগীতের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, গিটারে সুর বাঁধা, কি-বোর্ড এবং সফটওয়্যারের কাজ শিখেছেন তারই এক বড় ভাইয়ের কাছে। তিনি প্রথম কনসার্টে গান করেন ২০০৬ সালে চীন মেত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত একটি কনসার্টে এবং তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম অভিপ্রায়। একক অ্যালবামে এর পাশাপাশী তিনি বেশ কিছু মিক্স অ্যালবামেও কাজ করেছেন।

তৌসিফ আহমেদ | বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী

তৌসিফের কম্পোজিশনে গান গেয়েছে লিজা, কনা ,কনিকা, অলিক, মুক্তা, ইলিয়াস ও ফারাবী। তৌসিফের কম্পোজিশনকৃত এসব গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত। কণ্ঠশিল্পী লিজা তৌসিফের কম্পোজিশনে এ মনের আঙ্গিনায়/তোরই তো ঠিকানা গানটি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করে।

এছাড়া একক অ্যালবামে নিজের গাওয়া বৃষ্টি ঝরে যায়/দুচোখে গোপনে, দুরে কোথাও আছি বসে, এক পলকে ও আমার জান পাখি ময়না বেশ শ্রেতাপ্রিয় গান। এ ছাড়া এই তো ভালোবাসা চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীত ‘‘এই তো ভালোবাসা’’ এর কম্পোজিশন করেছেন, গানটি পর্দায় অভিনয় করেন ইমন নীরব এবং ছিদ্দিক।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

ডিস্কোগ্রাফি

তৌসিফ এর অকিকাংশ অ্যালবামের নাম রাখেন ‘অ’ দিয়ে। এ পর্যন্ত তৌসিফ এর প্রকাশিত অ্যালবামগুলো হলোঃ

  • ২০০৭ অভিপ্রায়
  • ২০০৮ অপেক্ষা
  • ২০০৯ অন্বেষণ
  • ২০১০ অনুক্ষণ
  • ২০১০ দ্য হিট-অ্যালবাম থ্রি
  • ২০১১ অনুকাব্য
  • ২০১১ অনুরাগ
  • ২০১২ অনিদ্রা
  • ২০১৩ আমন্ত্রণ
  • ২০১৪ অনুভব
  • ২০১৪ আবেগ
  • ২০১৪ তৌসিফ ফিচারিং ভলিউম-১
  • ২০১৪ জীবনের খেয়া ঘাটে
  • ২০১৫ আয়োজন
  • ২০১৫ তৌসিফ উয়িথ লাভবার্ড
  • ২০১৫ তোকে শুধু ছুঁই
  • ২০১৫ ভালোবাসার বায়না
  • ২০১৬ ভালো নেই একক
  • ২০১৬ ত্রিভূজ ভালোবাসা
  • ২০১৬ ঘুম ভাঙাতে চাই
  • ২০১৬ মন দিয়ে দেখো
  • ২০১৭ অবশেষে
  • ২০১৭ তোরে ছাড়া
  • ২০১৭ কান্না

আরও পড়ুনঃ

Leave a Comment