দেখ আলোয় আলো আকাশ লিরিক্স | Dekho Aloy Alo Akash Lyrics | Arijit Singh | Asatoma Sadgamaya | Khaad

দেখ আলোয় আলো আকাশ লিরিক্স | গানটি হল খাদ সিনেমার গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ। গানটির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটির কথা লিখেছেন শ্রীজাত। দেখো আলোয় আলো আকাশ গানের কথা।

দেখ আলোয় আলো আকাশ লিরিক্স | Dekho Aloy Alo Akash Lyrics | Arijit Singh | Asatoma Sadgamaya | Khaad

 

দেখ আলোয় আলো আকাশ লিরিক্স | Dekho Aloy Alo Akash Lyrics | Arijit Singh | Asatoma Sadgamaya | Movie Khaad

 

দেখ আলোয় আলো আকাশ লিরিক্স :

 

দেখো আলোয় আলো আকাশ,

দেখো আকাশ তারায় ভরা

দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগলপারা ।

এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া ।

ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা ।

এলো সময় রাজার মতো, হল কাজের হিসেব সারা ।

বলে আয় রে ছুটে, আয়রে ত্বরা

হেথা নাইকো মৃত্যু, নাইকো জ্বরা ।

দেখো আলোয় আলো আকাশ,

দেখো আকাশ তারায় ভরা

দেখো যাওয়ার পথের পাশে ছোটে হওয়া পাগলপারা ।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

Dekho Aloy Alo Akash Lyrics :

Dekho Aloy Alo Akash,
Dekho akash takash taray bhora.
Dekho jaowar pother pashe,
Chote haowa pagol para.
Eto anondo ayojon, sobi britha amay chara.
Bhore thakuk amar mutho, dui chokhe thakuk dhara.
Elo somoy rajar moto, holo kaajer hiseb sara.
Bole aay re chutey aay re twora
Heytha naiko mrityu, naiko jwora.

Dekho Aloy Alo Akash,
Dekho akash takash taray bhora.
Dekho jaowar pother pashe,
Chote haowa pagol para.
Eto anondo ayojon, sobi britha amay chara.

ব্যক্তিগত জীবন:

অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি। বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন। প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে।

 

দেখ আলোয় আলো আকাশ লিরিক্স | Dekho Aloy Alo Akash Lyrics | Arijit Singh | Asatoma Sadgamaya | Movie Khaad
Arijit singh

 

২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।

আরও দেখুনঃ

Leave a Comment