“ধিতাং ধিতাং বোলে” বাংলা সংগীতের এক অনবদ্য সৃষ্টি, যা এখনো শ্রোতাদের মন ছুঁয়ে যায় সুর, কথা ও প্রাণবন্ত আবহে। এই গানটির গায়ক ছিলেন বাংলার কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়—যিনি হিন্দি জগতে হেমন্ত কুমার নামে পরিচিত। তাঁর কণ্ঠের গভীরতা, সুরের মাধুর্য এবং আবেগময় পরিবেশন বাংলা সংগীতে তাকে চিরস্মরণীয় করে রেখেছে।
গানটির কথা লিখেছেন ও সুরারোপ করেছেন বাংলা সংগীতজগতের আরেক ধ্রুপদী ব্যক্তিত্ব সলিল চৌধুরী। এটি ‘চয়নিকা’ অ্যালবামের অন্তর্ভুক্ত।
ধিতাং ধিতাং বোলে লিরিক্স | Dhitang Dhitang Bole Lyrics | Hemanta Mukhopadhyay
ধিতাং ধিতাং বোলে লিরিক্স
ধিতাং ধিতাং বোলে
কে মাদলে তান তোলে
কার আনন্দ উচ্ছলে
আকাশ ভরে জোছনায়।
আয় ছুটে সকলে
এই মাটির ধরা তলে
আজ হাসির কলরোলে
নূতন জীবন গড়ি আয়।
আয় রে আয় লগন বয়ে যায়
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়।
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়।
আয় রে আয়, আয় রে আয়।
ধিনাক না তিন তিনা
এই বাজা রে প্রাণ-বীণা
আজ সবার মিলন-বিনা
এমন জীবন বৃথা যায়।
এ দেশ তোমার আমার
এই আমরা ভরি খামার
আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা।
আয় রে আয় লগন বয়ে যায়
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়।
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়।
আয় রে আয়, আয় রে আয়।
Dhitang Dhitang Bole Lyrics (Romanized Version)
Dhitang dhitang bole
Ke madole tan tule
Ar anando ucchole
Akaash bhore jochna-e
Aay chute shokole
Ei matir dhora tole
Aj hashir kolorole
Nutun jibon gori aay
Aay re aay lagon boye jay
Megh gur gur kore chader shimanay
Parul bon daake chompa chute aay
Bargira shob hake kumor bedhe aay
Aay re aay, aay re aay
Dhinak natin tina
Ei bajhare pran beena
Aaj shobar milon bena
Emon jibon britha jaae
Ei desh tomar amar
Aar amra bhori khamar
Aar amra gori shopon diye
Shonar kamonay
Aay re aay, aay re aay