ধূসর সময় লিরিক্স | Dhushor Shomoy Lyrics | Artcell Band

ধূসর সময় লিরিক্স | আর্টসেল (ArtCell বা Artcell) বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড। তারা অন্যান্য ধারার সঙ্গীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালে ব্যান্ডটির ২০ বছর পূর্ণ হয়।

ধূসর সময় লিরিক্স | Dhushor Shomoy Lyrics | Artcell Band

Song : Dhushor Shomoy
Album : Oniket Prantor
Band : Artcell
Vocal & Guitar : Lincoln
Lyrics : Rumman Ahmed
Guitar : Ershad
Bass : Cezanne
Drums : Saju
Label : G Series
ধূসর সময় লিরিক্স | Dhushor Shomoy Lyrics | Artcell Band

ধূসর সময় লিরিক্স :

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে …
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে,
জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল ..
আকাশের শূণ্যতায় ..
তবু আমি…
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়,
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়।
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে,
জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল ..
আকাশের শূণ্যতায় ..
ধূসর সময় লিরিক্স | Dhushor Shomoy Lyrics | Artcell Band

Dhushor Shomoy Lyrics :

Nona shopne gora tomar smriti
Shoto rong e rangiye mitthe kono spondon
Aalor niche je adhar khela kore
Se adhare shorir meshale he
Aaj ami dhushor ki rongeen somoye
Potha harai tomate
Jiboner katatare tumi
Ontomiler opurnotay
Bewarish ghuri ure jao onabil
Akasher Shunnotay
Tobu Ami
Ki khuji manusher bishader chokhe
Kothay aalor utshobe
Shopner protibimbe vange
Eka eka ami thaki daraye
Smritir jhoro batase
Dujonar shorir meshay

ইতিহাস :

আর্টসেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অণুপ্রেরণা। তারা প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। মিশ্র অ্যালবামে তাদের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।তাদের প্রথম এবং দ্বিতীয় উভয় অ্যালবামই তাদের শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর্টসেল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এবং ভারতে বেশ কিছু কনসার্টে অংশ নেয়।

ধূসর সময় লিরিক্স | Dhushor Shomoy Lyrics | Artcell Band

২০০৭-২০১৬ :

২০০৯ সালে আর্টসেল কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা বিষয় দিনব্যাপী প্রচারণায় অংশ নেয়। তারা ২০১০ সালের ৩রা জানুয়ারি অস্ট্রেলিয়াতে কনসার্ট করে প্রবাসীদের জন্য বেলমোর স্পোর্টস গ্রাউন্ডে। ২০১০ সালের ডিসেম্বরে তারা কনসার্ট এগেইনস্ট ভায়োলেন্স টু উইম্যান-এ অংশ নেয়। প্রায় ১০ বছর পর আর্টসেল ২০১৬ সালে তাদের নতুন গান “অবিমৃষ্যতা” মুক্তি দেয়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপরে নিজেদের মধ্যকার কিছু সমস্যার কারণে ব্যান্ডের বাকি তিন সদস্য লিড গিটারিস্ট এরশাদ জামানের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়। আর এভাবেই আর্টসেলের চার সেলের মধ্যে একজনের বিদায় হয়। পরবর্তীতে ২০১৯ সালে কাজী ফয়সাল আহমেদ লিড গিটারিস্ট হিসেবে যোগদান করেন। আর্টসেলের তাদের তৃতীয় এলবামের একটি গান “সংশয়” ২০১৯ সালে অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করে। এছাড়াও ‘রক ফর পিস’ প্রজেক্টের অধীনে “অভয়” নামের একটি একক মুক্তি দেয় আর্টসেল। ২০১৯ এর ২৪ ডিসেম্বর তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি জাঁকমকপূর্ণ সলো কনসার্টের আয়োজন করে যেখানে প্রায় ৮ হাজারেরও বেশি দর্শক উপস্থিত হয়েছিলো।

আরও দেখুন:

Leave a Comment