নদীর কুলে সরিষার ফুল লিরিক্স | লালন সংগীত দিয়ে তার গানের জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে নিজের আইডল মনে করা অংকন প্রথম কণ্ঠে যে গানটি তোলেন, সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’।
নদীর কুলে সরিষার ফুল লিরিক্স | চেংড়া বন্ধুয়া
Nodir Kule Sorishar Ful Lyrics | Ankon
Song : Chengra Bondhua Re
Singer : Ankon Iasmen
Keyboard : Jk Majlish
Show : Igloo Folk Station
Direction & Edit : Nur Hossain Hira
DOP : Prokash Sarkar, Lutfor Rahman, Jakir, Omar,
Jahangir, Abu Saeed, Imran, Munna
Label : Rtv Music

নদীর কুলে সরিষার ফুল লিরিক্স :
নদীর কূলে সরিষার ফুল
তুই খালি মোর জাতিকুল,
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল
চেংড়া বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
মন তো পিরীত জানে না
বন্ধু আমায় ছাড়ে না,
দুই টাকা দিলো বন্ধু পিরিতের বায়না।
তোমরা জানিয়া করবেন কি?
তোমরা শুনিয়া করবেন কি?
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি,
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি।
চেংড়া বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
তুই আবার চাইয়া আসলা না
কথা দিয়া কথা রাখলা না,
মন মিলে মনের মানুষ মিলে না।
তোমরা জানিয়া করবেন কি?
তোমরা শুনিয়া করবেন কি?
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি,
হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি।
চ্যাংরা বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।

তুই দেখতে দেখতে সিয়ানা হইলি
আবার না বলিয়া চলিয়া গেলি,
এত গোসা বন্ধু তোমার অন্তরে।
তোমরা জানিয়া করবেন কি?
তোমরা শুনিয়া করবেন কি?
হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি,
হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি।
চ্যাংরা বনধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
নদীর কূলে সরিষার ফুল
তুই খালি মোর জাতিকুল,
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল
চ্যাংড়া বন্ধুয়া রে
ছেড়ে দে, ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল।
শিল্পী অংকন ইয়াসমিনঃ
বহু আগে লায়লা এমদাদের কথায় ও প্রয়াত কিংবদন্তী সুরকার আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে ‘সুজন রে’ নামে একটি গান করেছিলেন বরেণ্যশিল্পী রুনা লায়লা। সেই পুরনো গানের প্রতি মুগ্ধতা থেকেই নতুন সংগীতায়োজনে গানটি করেছেন এই সময়ের শিল্পী অংকন ইয়াসমিন।
সম্প্রতি অংকনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। কালজয়ী গানটির কথা, সুর অভিন্ন রেখে নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।
গানটি নিয়ে চ্যানেল আই বাংলার গান খ্যাত অংকন বলেন, ‘সুজন রে’ বহু পুরোনো একটি গান। আমার জন্মের অনেক আগেই রুনা লায়লা ম্যাম এটি গেয়েছেন। গানটার প্রতি ভালোলাগা থেকেই কাভার করেছি।’
তিনি আরো বলেন, নিজের ভালো লাগার গানগুলো আমি অডিও রেকর্ড করে রাখি, বা বলতে পারেন রেকর্ড করে রাখতে পছন্দ করি। সময় সুযোগ মতো প্রকাশ করার চেষ্টা থাকে। ‘সুজন রে’ গানটি নিয়ে তেমন সুযোগ আসায় গানটি প্রকাশ করলাম।

সাধারণত ফোক গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অংকন। লালন সংগীত দিয়ে তার গানের জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে নিজের আইডল মনে করা অংকন প্রথম কণ্ঠে যে গানটি তোলেন, সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’।
কাভার করার পাশাপাশি অংকনের আছে বেশকিছু মৌলিক গান। এরইমধ্যে তাও গাওয়া ‘চেংড়া বন্ধুয়া’ শিরোনামের একটি গান ইউটিউবে দেড় কোটির বেশি শ্রোতার কাছে পৌঁছে গেছে। কণ্ঠ দিয়েছেন রাশীদ পলাশের পরিচালনায় ‘পদ্মা পুরাণ’ নামের একটি সিনেমাতেও।