নয়া বাড়ি লিরিক্স | Noya Bari Lyrics | Laila | Maimansingha Gitika

নয়া বাড়ি লিরিক্স | সুলতানা ইয়াসমিন লায়লা (জন্মঃ ২৪ আগস্ট ১৯৯৪) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। সে উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল এনটিভির সঙ্গীতবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান “তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২” তে বিচারকদের দেওয়া নম্বর ও দর্শকদের মোবাইল ‍SMS ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ীর মুকুটধারী

 

নয়া বাড়ি লিরিক্স | Noya Bari Lyrics | Laila | Maimansingha Gitika

Maimansingha Gitika : Noya Bari
Singer : Sultana Yeasmin Laila
Show : Igloo Folk Station
Keyboard : Jk Majlish
Direction & Edit : Nur Hossain Hira
DOP : Lutfor Rahman, Prokash, Omar, Jahangir,
Abu Saeed, Munna & Zia
Label : Rtv Music

 

নয়া বাড়ি লিরিক্স | Noya Bari Lyrics | Laila | Maimansingha Gitika

 

নয়া বাড়ি লিরিক্স  :

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।
কাইন্দ না কাইন্দ না কন্যা..
কাইন্দ না কাইন্দ না কন্যা না কান্দিও আর,
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো,
তোমার গলার হার।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল কচু
তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু
সেই কচু বেইচ্যা দিয়াম তোমার হাতের বাজু গো,
তোমার হাতের বাজু।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা..
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কলা
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো,
তোমার গলার মালা।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইলো বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।

আর, নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী
চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সারি সারি গো,
আয় না সারি সারি।
হাস মারিলাম কইতর মারলাম..
হাস মারিলাম কইতর মারলাম বাইচ্যা মারলাম টিয়া
ভালো কইরা রাইন্দো বাইঙ্গন কালা জিরা দিয়া গো,
কালা জিরা দিয়া।

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।
কাইন্দ না কাইন্দ না কন্যা..
কাইন্দ না কাইন্দ না কন্যা না কান্দিও আর,
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো,
তোমার গলার হার।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন..

শৈশব

লায়লা’র জন্মস্থান বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মহিষ ভাঙ্গা গ্রামে। তার পিতার নাম মোঃ শফিকুল মৃধা ও মাতার নাম আসমা বেগম। তার শৈশবের সময়গুলো পরিবারের সাথে জন্মস্থানেই কেটেছে।

শিক্ষা

লায়লা বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে বনপাড়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন।ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহন করার সময় স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হতে পারেননি লায়লা। পরবর্তীতে তিনি ঢাকার স্বনামধন্য ইউডা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ সঙ্গীতের ওপর স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হন।

নয়া বাড়ি লিরিক্স | Noya Bari Lyrics | Laila | Maimansingha Gitika

শিল্পীজীবন

বাবা শফিকুল মৃধা ও চাচা খালেক দেওয়ানের অনুপ্রেরণাতেই গানের ভুবনে পা রেখেছেন তিনি। তাঁর বাবা একজন বাউলশিল্পী। তাই ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন মুকুট জয়ের পর থেকে লায়লা সঙ্গীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান করে যাচ্ছেন । “আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, “আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও ঐ রাঙ্গা পায়”, “এই মিনতি আল্লাহ্‌ গো তোমারই দরবারে”, “প্রাণ নাথ ছাড়িয়া জাইওনা মোরে”, “কোন মুসাফির গভীরও নিশি মসজিদেরও আঙ্গিনায়”, “তোর আদরে আমি আদরিনি”- হলো তার উল্লেখযোগ্য কয়েকটি গান।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment