হামদ ও নাতে রাসুল লিরিক্স | hamd o nate rasul | প্রিয় শিল্পী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশে জনপ্রিয় ইসলামী গানের কথাগুলোর(লিরিক) পরিপূর্ণ কোন ওয়েবসাইট নেই। তাই আমি জনপ্রিয় সকল গানই আমার সাইটে রাখার চেষ্টা করেছি। ধীরে ধীরে এর পরিসর বাড়াবো। যেন ইসলামিক সাংস্কৃতিক অঙ্গন অল্প হলেও আমার এই সাইট দিয়ে উপকৃত হয়। গানের গীতিকার– সুরকার- শিল্পীদের নাম দিতে পারিনি। কারণ সবগুলো গানের পরিপূর্ণ তথ্য আমি জানি না। তাই প্রথমেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজে সংরক্ষণ করুন এবং অন্যকেউ উৎসাহিত করুন।

হামদ ও নাতে রাসুল লিরিক্স | hamd o nate rasul | নাতে রাসুল
হামদ ও নাতে রাসুল লিরিক্স :
(০১)
হে রাসুল বুঝিনা আমি
হে রাসুল বুঝিনা আমি
রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি
রেখেছ বেঁধে মরে কোন সুতোয়
জানি না গোপনে কেমন করে (২বার)
হৃদয়ে গড়েছ প্রেমের বলয়।।
তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কি জাদু মাখা এ নামেতে (২বার)
খোঁদারও পরশে যে নাম হরষে (২বার)
নাম মুহাম্মাদ শুধু মধুময়।। ঐ
স্বার্থ বিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক
কুল-আলমের শ্রেষ্ঠ নেয়ামাত তুমি যে প্রাণের অধিক। (২বার)
তুমি প্রিয়তম আমিনা নন্দ কুল-মুসলিমের হৃদয়ের স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার (২বার)
থাকিতে দেহে প্রাণ তোমারি সন্মান(২)
দেব না দেব না লুটাতে ধুলোয়।
(০২)
মনে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল যাব মদিনায়
ছালাম আমি করব গিয়ে নবীরও রওজায়।।
আরব সাগর পারি দেব নাই কো আমার তরি
পাখি নই যে উরে যাব ডানা তে ভর করি
আশা আছে সম্বল ও নাই করি কি উপায়।। ঐ
কাফেলা তে কে যাও তুমি কে যাও বেয়ে তরি
আমায় যাও না ও ভাই সঙ্গে নিয়ে খানিক কৃপা করি।
সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়
এই গরিবের ছালাম দিও মদিনার বাদশায়
আশা আছে সম্বলও নাই করি কি উপায়।। ঐ
রাসুল নামে কে এলো মদিনায়
রাসুল নামে কে এলো মদিনায়, রাসুল নামে
ওরে আকাশের ঐ চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায়।।
গলেতে তসবীরও মালা
কে চলে ঐ কামলিওয়ালা রে… (২বার)
ওরে আমার বুকের দরগা তলা (২বার)
তারে ডেকে নিয়ে আয়।।
ঐ দেখি নাই শুনি নাই কোথা
মানষে আইনাছে মানষের ব্যথা রে… (২বার)
ওরে এমনও দরদীর কথা , (২বার)
শুনলে পরাণ ও জুড়ায়।। ঐ
(০৪)
কালা কোকিল রে-
কালা কোকিল রে-
কার নামে তুই ডাকিস গাছের ডালে(২বার)
গানের সূরে দয়ার নবীর(২বার)
কথা কি যাস বলেরে।
তোর গানেরি মধুর সুরে পরান উইরা যায় (২বার) /
মন টা আমার চায় যেতে চায়- নবীর মদিনায়,
হায়রে নবীর মদিনায় রওজা জিয়ারতের আশা যাবে কি বিফলে।ঐ
দিবানিশি তুই আমারে গান শুনাইয়া যাস (২বার)
তোর গানেতে পরান আমার- কান্দে বার মাস,
হায়রে কান্দে বার মাস।
কেমনে যাব নবীর দেশে আমায় ডে তুই বলে।। ঐ
(০৫)
পুবাল হাওয়া
পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
যাও রে বইয়া এই গরিবের ছালাম খানি লইয়া।।
পুবাল হাওয়া………
পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি
লইয়া যাও রে এই নিরাশের দীর্ঘ নিঃশ্বাস খানি।
রে ভাই দীর্ঘ নিঃশ্বাস খানি……………..
নবীজির রওজায় কাঁদিও ভাই রে (২বার) আমার কথা কইয়া।।
যাও রে বইয়া এই গরিবের ছালাম খানি লইয়া।(২বার)
পুবাল হাওয়া….
কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই
সারা জনম স্বাদ ছিল যে মদিনাতে যাই
রে ভাই মদিনাতে যাই…
মিটল না স্বাদ দিন গেল মোর (২বার)
দুনিয়ার বোজা বইয়া।।
যাও রে বইয়া এই গরিবের ছালাম খানি লইয়া। (২বার)
পুবাল হাওয়া…
(০৬)
ও মদিনার বুলবুলি
ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি (৩বার)
যতন করে হৃদয় মাঝে (২বার) একা একা নিরিবিলি।।
সেই ফুলেরি পাপড়ি গুলো ঝোরে পড়ে না
মুগ্ধ করা সুভাস তাহার তবু শেষ না (৩বার)
সেই সুভাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালি।। ঐ
মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি
তোমার নামে ছন্দ মালা আর কবিতা লিখি। (৩বার)
কবি ও কবির সাথে গড়ে স্বাদের মিতালি।। ঐ
https://www.youtube.com/watch?v=vlaf1Au6x1E
আরও পড়ুনঃ
- ক্ষমা করে দাও মাফ করে দাও লিরিক্স | Khoma Kore Dao Maf Kore Dao | Abdul Munim Khan
- আর কতকাল কান্দাবিরে লিরিক্স | Aar Koto Kal Kandabi Re Lyrics | Parikhit Bala
- আসুক না যত বাধা লিরিক্স | Asuk Na Joto Badha | Mujahid Bulbul
- অভিমান লিরিক্স 2 | Oviman Lyrics | Tanveer Evan | Jovan | Mehazabien
- আমি তোমার বিরহে রহিব বিলীন লিরিক্স | ami tomar birohe rhibo bilin lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর