নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh

নারে না আর তো পারিনা লিরিক্স |  তিনি ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত টানা ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড তৈরি করেন। এর আগে টানা ৫ বার এ পুরস্কার পাওয়ার রেকর্ড ছিল কুমার শানুর। এছাড়া তিনি নানান সময়ে অন্যান্য অনেক পুরস্কারে ভূষিত হন।

নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh

Song : Na Re Na Ar To Pare Na
Movie : Bojhena Shey Bojhena
Singer : Arijit Singh
Music Composer : Arindom
Lyrics : Prosen
Director : Raj Chakraborty

নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh

নারে না আর তো পারিনা লিরিক্স :

না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়,
না রে না
কারো ধার ধরে না,
দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রনায়।
বাড়িতে দোকানে এখানে ওখানে
যেখানে সেখানে বানভাসি,
ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে
দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি।
আমি তো ফ্রী-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায় আমায় এই অবস্থায়,
না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়।।
পড়েছি ভালোবাসায়
আর কে আমাকে পায়,
আমিও এবার পার্কে বেড়াবো
কখনো বা সিনেমায়।
এ.. অটোতে বাসেতে সিট
পাশাপাশি হবে ফিট,
আমিও এবার রকিং রোমিও
করবো মন যা চায়, হো..
দেখোনা অফিসে হচ্ছে লেট
হয়েছি প্রেমেতে গ্রাজুয়েট,
কে সামলায়ে আমায় এই অবস্থায়,
না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়।।
ঢুলু ঢুলু চোখে চায়
কতো কি যে বলে যায়,
যেই না হেসেছে সেই তো ফেঁসেছি
আমি মাঝ গঙ্গায়।
এই চাপা চাপা ঠোঁটে তার
একশোটি তলোয়ার,
মনে হয় শুনি যাবো এখুনি
ফিদা হয়ে গেছি হায়, হো..
আমি তো ফ্রী-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল
কে সামলায় আমায় এই অবস্থায়।
না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়,
না রে না
কারো ধার ধরে না,
দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রনায়।
বাড়িতে দোকানে এখানে ওখানে
যেখানে সেখানে বানভাসি,
ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে
দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি।
আমি তো ফ্রী-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায় আমায় এই অবস্থায়,
না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়।।
নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh
নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh

 

nare na ar to parina lyrics অরিজিৎ সিং :

Na re na , ar to pare na
Mon amar nastanabud ekjoneri daay
Na re na, karo dhar dhare na
Din amar jacche bhaloi misti jontronay
Barite, dokane, ekhane okhane,
jekhane sekhane baan-bhasi
Oye.. golite parate, dakete sarate
darate darate bhalobasi
Ami to free-tei najehal
ek lolona koreche indrojaal
Ke shamlay amay ei obosthay
Porechi bhalobashay
ar ke amake pay
Amio ebar park e berabo
kokhone ba cinemay
Ei.. auto-te buse-te seat
pasha-pashi hobe fit
Amio ebar rocking Romeo
korbo mon ja chay
Ho.. dekhona  office-e hocche late
Hoyechi premete graduate
Ke samlay amay e obosthay
Dhulu-dhulu chokhe chay
koto ki je bole jay
Jei na heseche sei to phesechi
Ami maajh gangay
Ei Chapa chapa thote taar
Ek shoot-e toloyar
Mone hoy shuni ja bole ekhuni
Fida hoye gechi haay

অরিজিৎ সিং

অরিজিৎ সিং (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। । অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতের সম্যক জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে।

সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকজন খ্যাতনামা সঙ্গীত পরিচালক, যেমন: মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। বলিউডে তাঁর গাওয়া প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালই জনপ্রিয়তা লাভ করছ। তবে, ২০১৩ সালে মুকেশ ভাটের প্রযোজিত ছবি আশিকি ২-তে কয়েকটি গানে কন্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

বিশেষত ওই ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সঙ্গীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন।  এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়।  গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এ ভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।

 

নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh
নারে না আর তো পারিনা লিরিক্স | Nare na ar to parina lyrics | Bojhena Shey Bojhena | Arijit Singh

 

ব্যক্তিগত জীবন:

অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি। বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন। প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।

আরও দেখুনঃ

Leave a Comment