না পাওয়ার গল্প লিরিক্স | Na Pawar Golpo Lyrics | Encore Band

না পাওয়ার গল্প লিরিক্স | ছোট্ট একটু টেকনিকাল ইস্যুর জন্য E N C O R E এর নীলাঞ্জনা স্ট্রিম করতে কারো কারো সমস্যা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে GAAN টিম এখন কাজ করে চলেছে।

না পাওয়ার গল্প লিরিক্স | Na Pawar Golpo Lyrics | Encore Band

Song Details:
Name: Na Pawar Golpo (না পাওয়ার গল্প)
Band: Encore
Directed by Sajaan S. Alam
না পাওয়ার গল্প গানের লিরিক্স | Na Pawar Golpo Ganer Lyrics | Encore Band

না পাওয়ার গল্প লিরিক্স :

স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
না পাওয়ার গল্প লিরিক্স | Na Pawar Golpo Lyrics | Encore Band
কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত,
কষ্টের তাড়না ফুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত
হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয়
আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
না পাওয়ার গল্প লিরিক্স | Na Pawar Golpo Lyrics | Encore Band
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

Leave a Comment