নিজেদের মতে নিজেদের গান লিরিক্স | Nijeder Mote Nijeder Gaan Lyrics | Anirban Bhattacharya

নিজেদের মতে নিজেদের গান লিরিক্স |  গান টি হল একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গান। নিজেদের মতে নিজেদের গান লিরিক্স। অনির্বাণ ১৯৮৬ সালের ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেন। তার পরে, ২০০৪ সালে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার পড়তে কলকাতায় চলে আসেন।

নিজেদের মতে নিজেদের গান লিরিক্স | Nijeder Mote Nijeder Gaan Lyrics | Anirban Bhattacharya

Song: Nijeder Mote Nijeder Gaan
Composer: Subhadeep Guha
Lyrics: Anirban Bhattacharya
Vocals: Arko Mukherjee, Subhadeep Guha, Anirban Bhattacharya, Snehadrita Ray, Anupam Roy, Anindya Chattopadhyay, Rupankar Bagchi & others
নিজেদের মতে নিজেদের গান লিরিক্স | Nijeder Mote Nijeder Gaan Lyrics | Anirban Bhattacharya

নিজেদের মতে নিজেদের গান লিরিক্স :

তুমি পুরান কে বলো ইতিহাস
ইতিহাস কে বলো পুরানো
তোমার কাজ শিক্ষাকে লাঠি পেটা করে
মূর্খের জ্বালা জুড়ানো
তোমার ভক্তিতে দাগ রক্তের
তুমি কাউকেই ভালোবাসো না
তুমি বেসাতি করতে এসেছ
দেশপ্রেমের কিছুই জানো না
তুমি জানো না…তুমি জানো না
তুমি বহুদূর দূর বহুদূর দূর
বহুদূর বেড়ে গিয়েছ
ধৈর্য্যের রস ঘিলু থেকে
তুমি সবটুকু শুষে নিয়েছ
তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনব না আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো
আমি অন্য কোথাও যাব না
আমি এই দেশেতেই থাকব
হুমম…হুমম…হুমম
তুমি বাজে কথা খুব
জোড়ে জোড়ে জোড়ে
বারবার করে বলবে
তুমি এত কথার ভিড়ে
সত্যি গুলোকে চুরমার করে চলবে
আমি গোয়েবলস এর আয়নায়
ঠিক তোমাকেই দেখে ফেলেছি
এই হাঙরের দাঁত পুরনো
তাতে পোঁকা লেগে আছে দেখেছি
তুমি গরীবের ভালো চাও না
সেটা বোঝাতে বাকি রাখোনি
তুমি মিথ্যে পুজোতে ব্যস্ত
কোনো সত্যি লড়াইয়ে থাকোনি
তুমি সবধরনের অঙ্ক
পাকিস্তান দিয়ে গুন করেছ
তুমি সবাইকেই খুব রাগিয়ে
নাছোড়বান্দা করে ছেড়েছো
যব জুলমো সিতম কে কুহে গারা
রুহি কি তরহা উড় জায়েঙ্গে
হাম দেখেঙ্গে…হাম দেখেঙ্গে
তুমি বহুদূর দূর বহুদূর দূর
বহুদূর বেড়ে গিয়েছ
ভারতের ভিত নাড়িয়ে
নিজের সমন কে ডেকে নিয়েছ
তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনব না আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো
আমি অন্য কোথাও যাব না
আমি ভারতবর্ষে থাকব
নিজেদের মতে নিজেদের গান লিরিক্স | Nijeder Mote Nijeder Gaan Lyrics | Anirban Bhattacharya

Nijeder Mote Nijeder Gaan Lyrics in English:

Tumi puran ke bolo etihas
Etihas ke bolo purano
Tomar kaj shikkha ke lathi peta kore
Murkher jwala jurano
Tomar vokti te daag rokter
Tumi kaokei valobaso na
Tumi besati korte esechho
Desho premer kichhui jano na
Tumi jano na…tumi jano na
Tumi bohudur dur bohudur dur
Bohudur berey giyechho
Dhoirjyer rosh ghilu theke
Tumi sobtuku shushe niyechho
Tomar kono kono kono
Kono kono kono
Kono kawtha shunbo na ar
Jothesto bujhi kise valo hobe
Nijeder moto bhabbo
Ami onnyo kothao jabo na
Ami ei deshe tei thakbo

https://www.youtube.com/watch?v=ey_aCNzis8E

অনির্বাণ ভট্টাচার্য একজন ভারতীয় বাঙালি মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি অনেক জনপ্রিয় মঞ্চ নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। মনোজ মিত্র রচিত, দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত দেবি সর্বমস্তা ছিল তাঁর প্রথম সফল মঞ্চ নাটক। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলি হল অ্যান্টনি সৌদামিনী, নাগমণ্ডলা ( গিরিশ কর্ণাদ এর প্রখ্যাত নাটক), যারা আগুন লাগায়, বিসর্জন, এফএম মহানগর, কারু বাসনা, অদ্য শেষ রজনী, অথৈ ইত্যাদি।

নিজেদের মতে নিজেদের গান লিরিক্স | Nijeder Mote Nijeder Gaan Lyrics | Anirban Bhattacharya

২০১৭ সালে,অদ্য শেষ রজনী তে সেরা অভিনেতা হিসাবে মাহিন্দ্রা এক্সিলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডস (মেটা) পেয়েছিলেন।  ২০১৫ সালে, তিনি জি বাংলার টেলিফিল্ম কাদের কুলের বউ দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। ঈগলের চোখ চলচ্চিত্র থেকে তিনি বিজন রায় চরিত্রে খ্যাতি পেয়েছিলেন।  এই চরিত্রে অভিনয় করার জন্য, তিনি ২০১৭ সালে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ২০১৯ সালে, তিনি ঘরে বাইরে আজ চলচ্চিত্রের নিখিলেশ চৌধুরীর চরিত্রের জন্য প্রথম সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন যা সমালোচক এবং শ্রোতাদের দ্বারা প্রশংসিত হয়েছিল।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কলকাতা টাইমস তাকে ২০১৩ সালের সবচেয়ে পছন্দের পুরুষ এর শীর্ষ দশ এর একজন হিসাবে নির্বাচিত করেছে। 

আরও দেখুন:

Leave a Comment