নিথুয়া পাথারে লিরিক্স | nithuya pathare | মনপুরা | ফজলুর রহমান বাবু

নিথুয়া পাথারে লিরিক্স | nithuya pathare | মনপুরা | ফজলুর রহমান বাবু

নিথুয়া পাথারে গানটি ” মনপুরা ” থেকে নেয়া । মন পুরা ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এই ছবিটি পরিচালনার মাধ্যমে সেলিম প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। গ্রামবাংলার পটভূমিতে নির্মিত, পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি।

২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল। চলচ্চিত্রটি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে।

নিথুয়া পাথারে লিরিক্স | nithuya pathare | মনপুরা | ফজলুর রহমান বাবু

 

 

নিথুয়া পাথারে লিরিক্স | nithuya pathare | মনপুরা | ফজলুর রহমান বাবু

কন্ঠশিল্পীঃ ফজলুর রহমান বাবু

 

নিথুয়া পাথারে লিরিক্স | nithuya pathare | মনপুরা | ফজলুর রহমান বাবু

 

নিথুয়া পাথারে লিরিক্স :

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই (২)
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ(২)
না জানি বান্ধিতে কেশ(২)

অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ (২)

প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর (২)
না পারি বান্ধিতে সুর (২)

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই

নিথুয়া পাথারে লিরিক্স | nithuya pathare | মনপুরা | ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু

 

Nithua pathare  lyrics :

Nithua pathare nemechhi bondhure,
dhoro bondhu amar keho nai
Dhoro bondhu amar keho nai,
tolo bondhu amar keho nai

Chikon dhhuti khani porite na jani,
na jani bandhite kesh
Na jani bandhite kesh,
na jani bandhite kesh

Olpo boyoshe pirite koriya
hoye gelo jibonero shesh…

Premero murali bajate nahi jani,
na pari bandhite shur
Na pari bandhite shur,
na pari bandhite shur

Nithua pathare nemechhi bondhure,
dhoro bondhu amar keho nai
Dhoro bondhu amar keho nai,
tolo bondhu amar keho nai.

মন পুরা: গভীর রাতে প্রভাবশালী গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে হালিম একটা খুন করে ফেলে। গাজী সাহেবের ছেলেকে রক্ষা করতে স্ত্রীর পরামর্শে বাড়ির এতিম কাজের ছেলে সোনাইকে মন পুরা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় যাতে সবাই সোনাইকে দোষী ভাবে। মন পুরা চরে সোনাইয়ের সঙ্গে দেখা হয় পরীর। পরী মাঝির মেয়ে, চরের দিকে মাছ ধরতে আসে বাবার সঙ্গে। যত দিন গড়ায় সোনাই আর পরী ততই একে অপরের কাছাকাছি আসে। একদিন চরে এসে গাজী দেখে ফেলে পরীকে। ঠিক করে পাগল ছেলে হালিমের সঙ্গে পরীর বিয়ে দেবে। হুজুরও বলেছে বিয়ে দিলে ছেলের মাথা ঠিক হবে।

তাছাড়া কোনো অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে তো আর পাগলের বউ হবে না, এই মেয়ে সুন্দর এবং গরিব। অতএব মেয়ের বাবাকে লোভ দেখিয়ে পাগল ছেলের বিয়ে ঠিক করে গাজী। সোনাই আর পরী পালিয়ে যাবে, এমনটাই পরিকল্পনা হয়। কিন্তু সোনাই ধরা পড়ে পুলিশের হাতে। এরপর হালিমের সঙ্গে অনেকটা জোর করেই বিয়ে হয় পরীর। দিন যায়, সোনাইকে ভুলতে পারে না পরী। শ্বশুরবাড়িতে পরীকে শোনানো হয় সোনাইয়ের ফাঁসি হবে। এ খবর সহ্য হয় না পরীর। বিষ খেয়ে আত্মহত্যা করে সে।

মন পুরা ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এই ছবিটি পরিচালনার মাধ্যমে সেলিম প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। গ্রামবাংলার পটভূমিতে নির্মিত, পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি।

২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল। চলচ্চিত্রটি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে এবং ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment