নীল স্লিপিং পিলের রাত লিরিক্স | বনি সেনগুপ্ত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তার প্রথম ছবি ছিল বরবাদ । বরবাদ ও তার দ্বিতীয় ছবিপারবো না আমি ছাড়তে তোকে দুটিই রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত। তার বাবা হলেন অনুপ সেনগুপ্ত এবং তার মা পিয়া সেনগুপ্ত।
নীল স্লিপিং পিলের রাত লিরিক্স | Nil Sleeping Pill Er Raat Lyrics |
Neel Sleeping Pill Er Raat
Movie Name : c/o SIR (2013)
Singer : Bonnie Chakraborty
Music : Raja Narayan Deb
Lyrics : Srijato Bandopadhyay
নীল স্লিপিং পিলের রাত লিরিক্স :
চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়,
চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়,
নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়।
চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়।
তুমি গুছিয়ে কোন কথা বলতে পার না,
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা,
শুধু সময় নিজের গল্প বলে যায়।
এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়,
তুমি বৃষ্টি দেখে ফিরছ কোন ঝাপসা তারিখে
এই কুয়াশাতে কে কাকে বোঝায়।
নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়।
এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়।
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারো না,
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা,
শুধু সময় নিজের গল্প বলে যায়।
এই একা থাকার মরসুম এই শেষ না হওয়া রাত
কত কথা মনে পড়ছে কতবার,
সব ছেড়ে যাবার রাস্তা ঘিরে হাল্কা তুষারপাত
শুধু ঘরে ফেরা হলনা তোমার।
নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়।
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা,
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা,
শুধু সময় নিজের গল্প বলে যায়।
শুধু সময় নিজের গল্প বলে যায়..

বনি সেনগুপ্ত
একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তার প্রথম ছবি ছিল বরবাদ । বরবাদ ও তার দ্বিতীয় ছবিপারবো না আমি ছাড়তে তোকে দুটিই রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত। তার বাবা হলেন অনুপ সেনগুপ্ত এবং তার মা পিয়া সেনগুপ্ত। তিনি অভিনেতা-পরিচালক সুখেন দাসের নাতি। [১][২][৩][৪]
বনি অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরুর আগে যোদ্ধা ছবিতে পরিচালক রাজ চক্রবর্তীর সহকারী ছিলেন।
আরও দেখুন :