পাখি যায় উড়ে যায় লিরিক্স | pakhi jay ure jay lyrics | Andrew Kishore | এন্ড্রু কিশোর
পাখি যায় উড়ে যায় লিরিক্স | এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।
পাখি যায় উড়ে যায় লিরিক্স | এন্ড্রু কিশোর
pakhi jay ure jay lyrics | Andrew Kishore
Andrew Kishore | এন্ড্রু কিশোর
Song : Premer Somadhi Venge
Movie : Premer Somadhi (1996)
Singer : Andrew Kishore
Lyricst : Delwar Jahan Zantu
Music : Anwar Jahan Nantu
Director : Iftekhar Jahan
Producer : Ataur Rahman Tunu
পাখি যায় উড়ে যায় লিরিক্স :
চলে যায়
প্রানের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়, আ..
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়। আ..
খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
আ আ আ
পাখি যায় উড়ে যায়,
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়।।
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।
কোন অপরাধে
আমার প্রেমের তরী
অকূলে ভাসালে? ও ওও..
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আমি ছিলাম তোমার
চোখের মনি
কেনো আঁধারে ডুবালে?
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও।
তোমার স্মৃতি স্মরণে
বেঁচে রব জীবনে,
আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়।।
তীর ভাঙ্গা ঢেউ আমি নীড় ভাঙ্গা ঝড়
উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর,
চেয়ে ছিলাম আমি হৃদয়ে তোমার
সুখের প্রদীপ জ্বালাবো, আ.. ও..
সুখে যদি থাকো
আমি শত দুঃখে হেসে যাবো,
তুমি যাও চলে যাও
শুধু স্মৃতি রেখে যাও।
প্রেমের সমাধি ভেঙে
মনের শিকল ছিঁড়ে
পাখি যায় উড়ে যায়, আ..
তোমায় পাবোনা জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়। আ..
খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
আ আ আ
পাখি যায় উড়ে যায়,
প্রেমের সমাধি ভেঙ্গে
মনের শিকল ছিঁড়ে,
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙে যায়।।
প্রারম্ভিক জীবন :
এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন ।মায়ের কাছে পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল। তার শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহী। তার মাতা ছিলেন সংগীত অনুরাগী, তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। প্রিয় শিল্পীর নামানুসারে তার সন্তানের নাম রাখেন ‘কিশোর’। মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সংগীতাঙ্গনেই পা রাখেন।
Andrew Kishore | এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সঙ্গীত পাঠ গ্রহণ শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান শ্রেণিতে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন।