পারিনা ভুলে যেতে লিরিক্স | parina vule jate lyrics | স্বাক্ষী | শাহনাজ রহমতুল্লাহ

পারিনা ভুলে যেতে লিরিক্স | শাহনাজ রহমতুল্লাহ (জন্ম: শাহনাজ বেগম, ২ জানুয়ারি ১৯৫২ – ২৩ মার্চ ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সংগীত শিল্পী। তিনি দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়। প্রথমোক্ত তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়।

পারিনা ভুলে যেতে লিরিক্স | parina vule jate lyrics | স্বাক্ষী | শাহনাজ রহমতুল্লাহ

ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দিন আলী
গেয়েছেনঃ শাহনাজ রহমতুল্লাহ
অ্যালবামঃ স্বাক্ষী
পারিনা ভুলে যেতে লিরিক্স | parina vule jate lyrics | স্বাক্ষী | শাহনাজ রহমতুল্লাহ

পারিনা ভুলে যেতে লিরিক্স :

পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে
হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায়
আমারে কাঁদায়, আমারে কাঁদায়।।

কেউ যদি এ মুখ দেখে আমাকে দুখী বলে
সুধাই যদি কেন ভাসি পোড়া এই চোখের জলে
আমার সকল কথার জবাব যেন তখনই হারায়
আমারে কাঁদায়, আমারে কাঁদায়।।

আমায় দিয়ে ভুল ঠিকানা সে আছে কত দূরে
ছিড়া তার ভাঙ্গা সেতার বাজে না আগের সুরে
তবু ফেলা আশা পথে যেতে সমুখে দাঁড়ায়
আমারে কাঁদায়, আমারে কাঁদায়।।

প্রারম্ভিক জীবন:

শাহনাজ বেগম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম ফজলুল হক ও মাতার নাম আসিয়া হক। শাহনাজের ভাই আনোয়ার পারভেজ সুরকার ও সঙ্গীত পরিচালক এবং আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। তিনি গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।

পারিনা ভুলে যেতে লিরিক্স | parina vule jate lyrics | স্বাক্ষী | শাহনাজ রহমতুল্লাহ

কর্মজীবন:

১৯৬৩ সালে ১০ বছর বয়সে ‘নতুন সুর’ নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ১৯৬৪ সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচী টিভিসহ উর্দু ছবিতেও গান করেছেন।

পারিনা ভুলে যেতে লিরিক্স | parina vule jate lyrics | স্বাক্ষী | শাহনাজ রহমতুল্লাহ

দেশাত্মবোধক গান:

মুক্তিযুদ্ধের সময় বন্দী খালেদা জিয়াকে উদ্ধারের বিষয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে, জিয়াউর রহমানের শাসনামলে তিনি সরকারী ঘনিষ্ঠতা লাভ করেন। জিয়াউর রহমানের প্রিয় গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানে কণ্ঠ দেন তিনি। এছাড়াও এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্ ইত্যাদি জনপ্রিয় দেশাত্মবোধক গান তিনি গেয়েছিলেন।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরও দেখুনঃ

Leave a Comment