আয় বড় পীর আব্দুল কাদের লিরিক্স | Ay boro pir abdul kader lyrics | জহির পাগলা

পীর আব্দুল কাদের লিরিক্স :  পরিচয় : ১ রমজান ৪৭১ হিজরীতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাসপিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামক স্থানে বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হযরত আবু সালেহ মুছা জঙ্গি (রাহ.) ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা (রাহ.)। স্রষ্টার চূড়ান্ত দীদার লাভের উদ্দেশ্যে ১১ রবিউস সানী ৫৬১ হিজরী রোজ সোমবার ইহজগত ত্যাগ করেন। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তাঁর মাজার শরীফ রয়েছে। গাউসূল আজম বড় পীর হিসেবে তিনি সকলের নিকট পরিচিত।

আয় বড় পীর আব্দুল কাদের লিরিক্স | ay boro pir abdul kader lyrics | জহির পাগলা

 

আয় বড় পীর আব্দুল কাদের লিরিক্স | ay boro pir abdul kader lyrics | জহির পাগলা

আয় বড় পীর আব্দুল কাদের লিরিক্স

হায় বড় পীর আবদুল কাদের
জিলানীর জিলানী,
তোমারি নামের গুনে
আগুন হয়ে যায় পানি
জন্ম তোমার জিলানীতে
ত্বরিকাতে ক্বাদরীয়া
আবু ছালেহ মূছা জংগী
তোমারি হয় পিতা
উম্মুল খায়ের মা ফাতেমা
তোমারি জননী
তোমারি নামের গুনে
আগুন হয়ে যায় পানি
মা জননী কোরআন পড়ে
গর্ভেতে রেখে সন্তান
আঠারো সিফারা কোরআন
মুখস্থ করিয়া যান
মা জানতেন না ছেলের গুণ যে
হলেও গর্ভধারিণী
তোমারি নামের গুনে
আগুন হয়ে যায় পানি
জন্ম তোমার রমযান মাসে
ছিল রোযার সময়
দিনের বেলায় খাও নাই দুগ্ধ
তাতে তোমার রোযা হয়
হায় বড় পীর আবদুল কাদের
জিলানীর জিলানী,
তোমারি নামের গুনে
আগুন হয়ে যায় পানি…

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
জহির পাগলার সেরা বিচ্ছেদ”এই গান শুনলে আপনি আজই জহির পাগলা ফ্যান হয়ে যাবেন

Leave a Comment