পুনর্জন্ম লিরিক্স [ Punorjonmo Lyrics ]
চন্দ্রপীঠ । Chondropith
পুনর্জন্ম লিরিক্স | চন্দ্রপীঠ
Punorjonmo Lyrics | Chondropith
পুনর্জন্ম লিরিক্স :
পুনর্জন্ম লিরিক্স
জন্ম মৃত্যুর আবর্তনে
পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো
কখন কে জানে
জন্ম মৃত্যুর আবর্তনে
পুনর্জন্ম হবে
তোমার আবার দেখা পাবো
কখন কে জানে
দূরে যাও, সরে যাও
রেখে যাও কিছু সৃতি তোমার আমার
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না(x2)
সোজা শপটা একটা সত্য কথা বলি
তোমায় ভীষণ রকম ভালোবাসি
হাজার যুদ্ধ বয়ে গেছে মনে
তোমায় এই কথা বলবো বলে
বলা হয়নি কথা কি ছিল এই মনে
বলা হয়নি কথা কি ছিল এই মনে
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না
জানি আবার এমন করে তোমার
দেখা পাবো না (x2)
Punorjonmo Lyrics :
Jonmo mrittur abortone
Punorjonmo hobe
Tomar abar dekha pabo
Kokhon ke jane
Jonmo mrittur abortone
Punorjonmo hobe
Tomar abar dekha pabo
Kokhon ke jane
Dhure jao, shore jao
Rekhe jao kichu srity tomar amar
Jani abar ekti jonmo amar
kobhu hobe na
Jani abar amon kore tomar
dekha pabo na(x2)
Sojha sapta ekta sotto kotha boli
Tomay bhison rokom valobasi
Hajar juddho boye geche mone
Tomay ei kotha bolbo bole
Bola hoy ni kotha ki chilo ei mone
Bola hoy ni kotha ki chilo ei mone
Jani abar ekti jonmo amar
kobhu hobe na
Jani abar amon kore tomar
dekha pabo na(x2)
মানুষ বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব। আধুনিক মানুষ (হোমো স্যাপিয়েন্স, প্রাথমিকভাবে এসএসপি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স) হল হোমিনিনা উপজাতির (অথবা মানব জাতিগোষ্ঠী) একমাত্র বিদ্যমান সদস্য। শিম্পাঞ্জি, গরিলা ও ওরাং ওটাংদের মত মানুষ বানর পরিবারের অন্তর্গত হোমিনিডি গোত্রের একটি শাখা। স্থলচর প্রাণী হিসাবে তাদের বৈশিষ্ট হল স্থির খাড়া অবস্থান এবং দ্বিপদী চলৎশক্তি; অন্যান্য প্রাণীর তুলনায় উচ্চ দক্ষতাসম্পন্ন এবং ভারী সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা; অন্যান্য প্রাণির চেয়ে যোগাযোগের ক্ষেত্রে জটিলতর ভাষার ব্যবহার, আকারে বৃহত্তর ও জটিল মস্তিষ্ক এবং খুবই উন্নত ও সংঘবদ্ধ প্রাণী।
প্রারম্ভিক হোমিনিন-বিশেষত অস্ট্রালোপিথেসিন, যাদের মস্তিষ্ক এবং শারীরিক গঠন অনেকটা পূর্বতন অ-মানব বানরের মতো, যাদের হমো প্রজাতির হোমিনিন না বলে “মানব” বলা হয়। এই হোমিনিনিদের কিছু অংশ আগুন ব্যবহার করত, ইউরেশিয়ার অধিকাংশ স্থান তারা দখল করে নিয়েছিল এবং আফ্রিকাতে প্রায় ২০০,০০০ বছর পূর্বে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। তারা প্রায় ৫০,০০০ বছর আগে আচরণগত আধুনিকতার প্রমাণ দিতে শুরু করেছিল। অভিবাসনের বেশ কয়েকটি তরঙ্গের মাধ্যমে আধুনিক মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে এসেছিল এবং বিশ্বের বেশ কিছু অঞ্চলে বসবাস করা আরম্ভ করেছিল
