একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics | Monir Khan | মনির খান

একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics, গানটি তে কণ্ঠ দিয়েছেন মনির খান।

একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics | Monir Khan | মনির খান

একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স:

 

একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics | Monir Khan | মনির খান

 

একদিন থাকবনা আমি,
প্রকৃতির খেয়ালে।
একদিন থাকবনা আমি,
প্রকৃতির খেয়ালে।
সেদিন ছবি হয়ে থাকব ঝুলে,
স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে,
স্বজনের দেয়ালে ।
একদিন থাকব না আর আমি..!
মহাপ্রস্থানের দিনে শ্মরণ করবে কেও,
সমাধী ফুল দিতে বয়বে ব্যথার ঢেউ,
চোখে বয়বে ব্যথার ঢেউ ।
মহাপ্রস্থানের দিনের শ্মরণ করবে কেও
সমাধী ফুল দিতে বয়বে ব্যথার ঢেউ ।
আমি সেদিন থাকবো সবার
চোখেরি আড়ালে, চোখেরি আড়ালে
চোখেরি আড়ালে..!
একদিন থাকবনা আর আমি..
জানি নাতো কোথায় যাবো
থাকব কোথায় পড়ে।
যাওয়ার আগে স্বজন যত
দিও ক্ষমা করে,
দিও ক্ষমা করে।
মায়ের আগে এই পৃথিবী,যদি ছেড়ে যাই।
মায়ের কোলেই শেষ নিঃশ্বাস
রেখে যেতে চাই,
আমি রেখে যেতে চাই।
মায়ের আগে এই পৃথিবী,যদি ছেড়ে যাই।
মায়ের কোলেই শেষ নিঃশ্বাস
রেখে যেতে চাই ।
মা যেন পাই আমার ছোয়া,
দুটি হাত বাড়ালেই ,
দুটি হাত বাড়ালেই ,
দুটি হাত বাড়ালেই ।
একদিন থাকবনা আমি,
প্রকৃতির খেয়ালে।
সেদিন ছবি হয়ে থাকব ঝুলে,
স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে,
স্বজনের দেয়ালে ।
একদিন থাকবো না আর আমি,,,,,,,

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মনির খান:

মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। এক বোন ও চার ভাই এর মধ্যে মনির খান দ্বিতীয় এবং ভাইদের মধ্যে প্রথম।

মনির খানের শিক্ষাজীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও পরে যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর বহরাম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৮৭ সালে এখান থেকে মেট্রিক এবং ১৯৯০ সালে কোটচাঁদপুর ডিগ্রী কলেজে থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৯২ সালে ঐ একই কলেজ থেকে তিনি ডিগ্রী পাস করেন।

গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল।

স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে। পরবর্তীতে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা, খন্দকার এনায়েত হোসেনসহ আরও কয়েকজন গুরুজনের কাছে তিনি গানের তালিম নিয়েছেন। বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন ১৯৮৮ সাল থেকে কালিগঞ্জ গুঞ্জন শিল্পীগোষ্ঠি একাডেমীতে ১৫ দিন পর পর এসে গান শেখাতেন। সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত খন্দকার এনায়েত হোসেনের হাতেই।

১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।

১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভাল কিছু পেয়েছেন সেগুলি নিজের আয়ত্বে নেয়ার চেষ্টা করেছেন।

 

একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে লিরিক্স | Ekdin thakbo na ar ami prokitir kheyale lyrics | Monir Khan | মনির খান
মনির খান

 

আরও দেখুনঃ

Leave a Comment