ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স | Tri Bhuboner Priyo Muhammad Lyrics | Nazrul Geeti

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স | কাজী নজরুল ইসলাম (২৪ মে] ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স | Tri Bhuboner Priyo Muhammad Lyrics | Nazrul Geeti

Lyricist : Kazi Nazrul Islam
Singer : Apon Ahsan
Music : Borno chakroborty
Album : Azaner Sur

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স | Tri Bhuboner Priyo Muhammad Lyrics | Nazrul Geeti

 

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স :

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,

এলো রে দুনিয়ায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়

ধূলির ধরা বেহেশ্তে আজ,

জয় করিলো দিলরে লাজ (x2)

আজকে খুশির ঢল নেমেছে,

আজকে খুশির ঢল নেমেছে,

ধূসর সাহারায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়

দেখ আমিনা মায়ের কোলে,

দোলে শিশু ইসলাম দোলে (x2)

কচি মুখে শাহাদাতের,

কচি মুখে শাহাদাতের,

বাণী সে শোনায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়

আজকে যত পাপী  তাপী,

সব গুনাহের পেল মাফী (x2)

দুনিয়া হতে বেইনসাফী,

দুনিয়া হতে বেইনসাফী,

জুলুম নিল বিদায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়.

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স | Tri Bhuboner Priyo Muhammad Lyrics | Nazrul Geeti

 

Tri Bhuboner Priyo Muhammad Lyrics :

Tri bhuboner priyo muhammad Elo re duniyay
Tri vuboner priyo muhammad Elo re duniyay
Aay re sagor akash batash dekhbi jodi aye

Dhulir dhora behesete aaj joy korilo dilre laaj
Aajke khusir dhol nemeche dhushor saharay
Aye re sagor akash batash dekhbi jodi aye

Dekh Amina maayer kole doley sishu islam doley
Kochi mukhe sahadater bani se shonay
Aay re sagor akash batash dekhbi jodi Aay
Aajke joto papi o tapi shob gunaher pelo mafi
Duniya hote beinsafi julum nilo biday

জন্ম ও প্রাথমিক জীবন :

১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম।

নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল “দুখু মিয়া”। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। মক্তবে (মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল) কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে তার পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনের কারণে তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এসময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াযযিন (আযান দাতা) হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়।

আরও দেখুনঃ

Leave a Comment