ফেরারী মন লিরিক্স | Pherari Mon Lyrics | Shreya Ghoshal

ফেরারী মন লিরিক্স | শ্রেয়া ঘোষাল ১৯৮৪ সালের ১২ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা বাংলাদেশের বিক্রমপুরের হাসাড়া গ্রামের অধিবাসী। তিনি রাজস্থানের কোটার নিকটবর্তী রাওয়াতভাতা শহরে বেড়ে ওঠেন। তার পিতা বিশ্বজিৎ ঘোষাল ভারতীয় পারমাণবিক শক্তি নিগমের একজন ত্বড়িৎ প্রকৌশলী হিসেবে কাজ করেন। তার মাতা সাহিত্যে স্নাতকোত্তর।চার কনিষ্ঠ ভাই সৌম্যদীপ ঘোষাল।

 

ফেরারী মন লিরিক্স | Pherari Mon Lyrics | Shreya Ghoshal

Song: Pherari Mon
Film: Antaheen
Singers: Shreya Ghoshal, Babul Supriyo
Music: Shantanu Moitra
Lyricists: Anindya Chatterjee, Chandril Bhattacharya
Starring: Radhika Apte, Rahul Bose, Aparna Sen
ফেরারী মন লিরিক্স | Pherari Mon Lyrics | Shreya Ghoshal
shreya ghoshal

ফেরারী মন লিরিক্স :

আলো আলো রং
জমকালো চাঁদ, ধুয়ে যায়
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, ছুঁয়ে যায়
ধীরে ধীরে ঘুম
ঘিরে ঘিরে গান, রেখে যায়
কিছু মিছু রাত
পিছু পিছু টান, ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, রেখে যায়
ধীরে ধীরে ঘুম
ঘিরে ঘিরে গান, ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
ছোট ছোট দিন
আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত
চেনা মৌতাত, পলাশের বন…আহা
অগোছালো ঘর, খড়কুটোময়
চিলেকোঠা কোণ
আহা হা আহা হা
ছোট ছোট দিন
আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত
চেনা মৌতাত, পলাশের বন…আহা
অগোছালো ঘর, খড়কুটোময়
চিলেকোঠা কোণ
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
হুমম… হুমম… হুমম… হুমম…
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
কিছু মিছু রাত
পিছু পিছু টান অবিকল
আলো আলো রং
জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল
জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ, আগুন ছোঁয়াচ
ঢেকেছে আঁচল…আহা
ফুটপাতে ভিড়, জাহাজের ডাক
ফিরে চলে যায়
আহা হা আহা হা
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং
জমকালো চাঁদ, ধুয়ে যায়
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, ছুঁয়ে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
বেজে গেছে কখন সে টেলিফোন…
ফেরারী মন লিরিক্স | Pherari Mon Lyrics | Shreya Ghoshal
shreya ghoshal

Pherari Mon Lyrics in English

Aalo aalo rong
Jomkalo chand, dhuye jay
Chena shona mukh
Jana shona haat, chhuye jay
Dhire dhire ghum
Ghire ghire gaan rekhe jay
Kichhu michhu raat
Pichhu pichhu taan deke jay
Ajo ache gopon
Ferari mon
Beje geche kokhon
Se telephone
Chhoto chhoto din
Alape rongin, nuriri moton
Chhoto chhoto raat
Chena moutat, polasher bon…aha
Ogachhalo ghawr khorkuto moy
Chilekotha kon
Aha ha aha ha
Kotha chilo hete jabo chayapoth
Hmm hmm hmm hmm
Pherari mon
Beje geche kokhon
Se telephone

শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ই মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছাপোষণ করেন এবং মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন।

 

ফেরারী মন লিরিক্স | Pherari Mon Lyrics | Shreya Ghoshal
shreya ghoshal

 

এই প্রতিযোগিতা জয়ের পর ২০০২ সালে ভন্সালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার বলিউডে অভিষেক ঘটে। এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রের গানে নেপথ্য কণ্ঠদানের পাশাপাশি ঘোষাল কয়েকটি টেলিভিশন সঙ্গীত অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তিনি বিশ্বজুড়ে সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্য তাকে সম্মাননা প্রদান করে এবং সেখানকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ২০১০ সালের ২৬শে জুনকে “শ্রেয়া ঘোষাল দিবস” বলে ঘোষণা দেয়।

২০১৩ সালের এপ্রিল মাসে তিনি লন্ডনে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্যদের নিকট থেকে সম্মাননা লাভ করেন। তিনি পাঁচবার ফোর্বস-এর ভারতের শীর্ষ ১০০ তারকা তালিকায় স্থান করে নেন। ২০১৭ সালে প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে মাদাম তুসো জাদুঘরে ঘোষালের মোমের মূর্তি স্থাপিত হয়।

আরও দেখুনঃ

Leave a Comment