বলছি তোমার কানে লিরিক্স | bolchi tomar kane lyrics | Lata Mangeshkar

বলছি তোমার কানে লিরিক্স,বলছি তোমার কানে কানে গানটির শিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বলছি তোমার কানে লিরিক্স | bolchi tomar kane lyrics | Lata Mangeshkar

গান

বলছি তোমার কানে কানে লিরিক্স | bolchi tomar kane kane lyrics | Lata Mangeshkar
লতা মঙ্গেশকর

 

বলছি তোমার কানে কানে লিরিক্স

 

বলছি তোমার কানে কানে.. আমার তুমি
বলছি আমার গানে গানে.. আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!

বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।

তুমি আমার, অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন,
হওনা তুমি, আরও কাছের
হওনা তুমি আরও আপন। (x2)

এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা..
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি
বলছি তোমার কানে কানে, আমার তুমি।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

bolchi tomar kane kane lyrics

 

Bolchi tomar kane kane.. Amar tumi
Bolchi amar gane gane.. Amar Tumi
Ajke amar pran peyeche
Onek notun bhasa
Onek diner sopno je
Onek diner asha!

Bolchi tomar kane kane.. Amar tumi
Bolchi amar gane gane.. Amar Tumi

Tumi amar, Onek apon
Mene niyeo bole e mon
Haona tumi, Aro kacher
Haona tumi aro apon..(x2)

Ek sagore milbo bole
Tomar amar srote bhasa..
Bolchi tomar kane kane.. Amar tumi
Bolchi amar gane gane.. Amar Tumi
Bolchi tomar kane kane.. Amar tumi..

 

Lata Mangeshkar:

লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিণী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তার মাতা সেবন্তী | (পরবর্তী নাম পরিবর্তন করে সুধামতি রাখেন) বোম্বে প্রেসিডেন্সির তালনারের (বর্তমান উত্তর-পশ্চিম মহারাষ্ট্র) একজন গুজরাতি নারী ছিলেন। তিনি দীনানাথের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার প্রথম স্ত্রী নর্মদা সেবন্তীর বড়বোন ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছিলেন।

শৈশবে বাড়িতে থাকাকালীন কে এল সায়গল ছাড়া আর কিছু গাইবার অনুমতি ছিল না তার। বাবা চাইতেন ও শুধু ধ্রপদী গান নিয়েই থাকুক। জীবনে প্রথম রেডিও কেনার সামর্থ্য যখন হলো, তখন তার বয়স আঠারো। কিন্তু রেডিওটা কেনার পর নব ঘুরাতেই প্রথম যে খবরটি তাকে শুনতে হয় তা হচ্ছে, কে. এল. সায়গল আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন তিনি।

৫ বছর বয়সে বাবার পরিচালিত গীতি-নাট্যে অভিনয় করেন। ১৯৪১ সালে রেডিওতে দুটি গান রেকর্ড করেন, বাবার মৃত্যুর পর পেশা জীবনে পা রাখেন। ১৩ বছর বয়সে মারাঠি গানের রেকর্ড হয়, কিন্তু সে গান সিনেমা থেকে বাদ যায়। তাঁর প্রথম হিন্দি গান মারাঠি ‘জগভাউ’ নামক ছবিতে। হিন্দি চলচ্চিত্র ‘আপ কি সেবা মে’ প্রথম হিন্দি গান গেয়েছেন তিনি। তারপর ১৯৪৮এ প্রযোজক শশধর মুখোপাধ্যায়-এর ছবি ‘শহিদ’ ছবিতে তিনি সুযোগ পান এবং মজবুর সিনেমায় ‘দিল মেরা তোড়া’ গানে তিনি বিশেষ জনপ্রিয়তা পান ।

 

বলছি তোমার কানে কানে লিরিক্স | bolchi tomar kane kane lyrics | Lata Mangeshkar

 

আরও দেখুনঃ

Leave a Comment