বসন্ত বাতাসে সই গো গানের লিরিক্স | Boshonto Batashe Soi Go Ganer Lyrics | Shah Abdul Karim

বসন্ত বাতাসে সই গো গানের লিরিক্স | উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন।[২] বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

বসন্ত বাতাসে সই গো গানের লিরিক্স | Boshonto Batashe Soi Go Ganer Lyrics | Shah Abdul Karim

 

Song : Boshonto Batashe Soigo (বসন্ত বাতাসে সইগো)
Singer : Iman Chakraborty
Lyrics : Shah Abdul Karim
Direction : Apeksha – Subhadip
Mixed & Mastered by : Goutam Basu

 

বসন্ত বাতাসে সই গো গানের লিরিক্স | Boshonto Batashe Soi Go Ganer Lyrics | Shah Abdul Karim

 

বসন্ত বাতাসে সই গো গানের লিরিক্স :

বসন্ত বাতাসে সইগোবসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগোবসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসেসইগো বসন্ত বাতাসে

সইগো বসন্ত বাতাসে (x2)

বন্ধুর বাড়ির ফুলবাগানে,

নানান রঙের ফুল (x2)

ফুলের গন্ধে মন আনন্দে,

ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমর হয় আকুলসইগো বসন্ত বাতাসে

সইগো বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি,

বাড়ির পূর্বধারে (x2)

সেথায় বসে বাজায় বাঁশী,

সেথায় বসে বাজায় বাঁশী

মন নিল তার সুরেসইগো বসন্ত বাতাসে

সইগো বসন্ত বাতাসে

মন নিল তার বাঁশীরও গান,

রূপে নিল আঁখী (x2)

তাইতো পাগল আব্দুল করিম,

তাইতো পাগল আব্দুল করিম

আশায় চেয়ে থাকেসইগো বসন্ত বাতাসে

সইগো বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগোবসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সইগোবসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসেসইগো বসন্ত বাতাসে

সইগো বসন্ত বাতাসে.

 

বসন্ত বাতাসে সই গো গানের লিরিক্স | Boshonto Batashe Soi Go Ganer Lyrics | Shah Abdul Karim

Boshonto Batashe Soi Go Ganer Lyrics :

Basonto Batashe Soigo, Basonto Batase
Bondhur barir fuler gondho
Amar bari ashe soigo Basonto Batase Soigo

Bondhur barir fulbagane nanan ronger ful
Fuler gondhe mon anonde
Bhromor hoy akul soigo Bosonto Batase Soigo

Bondhur barir fuler tungi barir purbodhare
Sethay boshe bajay banshi
Praan kara oi sure soigo Boshonto batase

Mon nilo taar bashiro gaan rupe nilo ankhi
Taito pagol abdul karim ashay cheye thake
Soi go Boshonto Batase

 

 

শাহ আবদুল করিম ,

প্রাথমিক জীবন:

শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। তিনি আফতাব-উন-নেসা কে বিয়ে করেন, যাকে তিনি সরলা নামে ডাকতেন। তিনি ১৯৫৭ সাল থেকে তার জন্মগ্রামের পাশে উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।

আরও দেখুনঃ

Leave a Comment