বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স | banglar hindu banglar buddha lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স | গৌরীপ্রসন্ন মজুমদার ( ৫ ডিসেম্বর ১৯২৫ – ২০ অগাস্ট ১৯৮৬) বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।

 

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স | banglar hindu banglar buddha lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার
গৌরীপ্রসন্ন মজুমদার

 

 

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স | banglar hindu banglar buddha | গৌরীপ্রসন্ন মজুমদার

শিরোনামঃ বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকারঃ শ্যামল গুপ্ত

 

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স :

বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ,
বাংলার খ্রীষ্টান, বাংলার মুসলমান,
আমরা সবাই বাঙালী ।।
তিতুমীর, ঈসা খাঁ, সিরাজ
সন্তান এই বাংলাদেশের।
ক্ষুদিরাম, সূর্যসেন, নেতাজী
সন্তান এই বাংলাদেশের।
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
‘জয় বাংলা’ বল রে ভাই।।
ছয়টি ছেলে বাংলাভাষার চরণে দিল প্রাণ,
তাঁরা বলে গেল ভাষাই ধর্ম,
ভাষাই মোদের মান।
মাইকেল, বিশ্বকবি, নজরুল
সন্তান এই বাংলাদেশের।
কায়কোবাদ, বিবেকানন্দ, অরবিন্দ
সন্তান এই বাংলাদেশের।
এই বাংলার কথা বলতে গিয়ে
বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
‘জয় বাংলা’ বল রে ভাই।।

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স | banglar hindu banglar buddha lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার
গৌরীপ্রসন্ন মজুমদার

 

জন্ম ও মৃত্যু

গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম। তার বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ লিরিক্স | banglar hindu banglar buddha lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার
গৌরীপ্রসন্ন মজুমদার

আরও দেখুনঃ

Leave a Comment