বাবা তোমার দরবারে লিরিক্স | Baba Tomar Dorbare Lyrics | বাংলা কাওয়ালী | ফকির গোলাম সরকার

বাবা তোমার দরবারে লিরিক্স | গোলাম সামদানী ফকির একজন বাংলাদেশী শিক্ষাবিদ যিনি ২০১৩ সাল থেকে গ্ৰিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবা তোমার দরবারে লিরিক্স | Baba Tomar Dorbare Lyrics | বাংলা কাওয়ালী | ফকির গোলাম সরকার

বাংলা কাওয়ালী
কথা,সুর ও কণ্ঠ: ফকির গোলাম সরকার

বাবা তোমার দরবারে লিরিক্স | Baba Tomar Dorbare Lyrics | বাংলা কাওয়ালী | ফকির গোলাম সরকার

বাবা তোমার দরবারে লিরিক্স :

[(বাবা) হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা]-২
[বাবা তোমার দরবারে সব পাগলের খেলা]-৩

[বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ওরশ আসে]-২
[হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা]-২
[বাবা তোমার দরবারে সব পাগলের খেলা]-২

[আমার বাবায় থাকত পাগলবেশে
তাই তো এত পাগল আসে]-২
[পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা]-২
[বাবা তোমার দরবারে সব পাগলের খেলা]-২

[বাবার কিছু ছেলে পাগল আছে
আবুল সরকার বাংলাদেশে]-২
[গোলাম পাগল ইন্ডিয়াতে পইড়া একেলা]-২
[বাবা তোমার দরবারে সব পাগলের খেলা]-২
[হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা]-২
[বাবা তোমার দরবারে সব পাগলের খেলা]-৭

বাবা তোমার দরবারে লিরিক্স | Baba Tomar Dorbare Lyrics | বাংলা কাওয়ালী | ফকির গোলাম সরকার

Baba Tomar Dorbare Lyrics :

[(Baba) horek rokom pagol diya
milaiche mela]-x2
[Baba tomar dorbare sob pagoler khela]-x3

[Bochor seshe choitro mase
tokhon baba orosh ase]-x2
[Hazar hazar pagole se mile jai mela]-x2
[Baba tomar dorbare sob pagoler khela]-x2

[Amar babai thakto pagolbeshe
Tai to eto pagol ase]-x2
[Pagolderke valobese soy koto jwala]-x2
[Baba tomar dorbare sob pagoler khela]-x2

[Babar kichu chele pagol ache
Abul Sarkar Bangladeshe]-x2
[Golam pagol India te poira ekela]-x2
[Baba tomar dorbare sob pagoler khela]-x2
[Horek rokom pagol diya milaiche mela]-x2
Baba tomar dorbare sob pagoler khela]-x7

ফকির গোলাম সরকার জীবনী :

গোলাম সামদানী ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আতাউর রহমান ফকির এবং মাতা রাবেয়া খাতুন ফকির। ব্যক্তিজীবনে গোলাম সামদানী ফকির এক সন্তানের জনক।

গোলাম সামদানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭৩ সালে অনার্স ও ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর রোমানিয়ার বুখারেস্টে ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক্সে পিএইচডি লাভ করেন।

১৯৮৪ সালে সামদানী ব্র্যাকে সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এনজিও ব্যবস্থাপনা ও নেতৃত্বদান বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের একাডেমিক প্রধানের দায়িত্ব পালন করেন। সামদানী ফকির ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার এসআইটি গ্রাজুয়েট ইনস্টিটিউটে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

২০১৩ সালের ১৬ মে গ্ৰিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন এবং পরবর্তীতে ২০১৭ সালে প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পর তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।

শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য গোলাম সামদানী ফকির ভারতের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস প্রদত্ত গ্লোবাল অ্যাওয়ার্ড, র্যাপোর্ট বাংলাদেশের অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জর্জ হ্যারিসন অ্যাওয়ার্ড-২০১৬, অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ কর্তৃক স্বর্ণপদক-২০১৬ এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড) কর্তৃক আজীবন সম্মাননা পেয়েছেন।

আরও দেখুনঃ

Leave a Comment