বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স | Buke dhore jto ful fotalam lyrics | Khalid Hasan Milu

বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স | খালিদ হাসান মিলু (৬ এপ্রিল, ১৯৬০ – ২৯ মার্চ, ২০০৫)ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা ১২ টি এবং মিক্সড ও ডুয়েট

এ্যালবাম সংখ্যা প্রায় ১২০ টি। তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৪ সালে ‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।

 

বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স | Buke dhore jto ful fotalam lyrics | Khalid Hasan Milu
Khalid Hasan Milu

 

বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স | Buke dhore jto ful fotalam lyrics | Khalid Hasan Milu

Song: Amar Moto Eto Sukhi
Cast: Razzak, Doly johur & Bapparaj
Singer: Khalid Hassan Milu
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Alauddin Ali

 

বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স :

আমার মত এত সুখী নয়তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালবাসায় ঝরানো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।

বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম,

বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।

চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়,

চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন,

আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরানো মায়ার বাঁধন
জানি এই বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।

বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স | Buke dhore jto ful fotalam lyrics | Khalid Hasan Milu
Khalid Hasan Milu

Buke dhore jto ful fotalam lyrics in english :

Amar Moto Ato Sukhi,
Noy toh karo Jibon..~

Noy toh Karo~ Jibon,

Ki Aador Sneho Valobaashay..~
Jodano Mayar Badhon..~
Jodano Mayar~ Badhon..

Jaani E Badhon Chire Gele Kovu..
Asbe Amar Moron,

Amar Moto Eto Sukhi,
Noy toh Karo Jibon..~
Noy toh Karo~ Jibon..

Buke Dhore Joto Fool Fotalam..
Binimoye Kata Chada~ Ki Pelam,
Vagger Porihash~ Er-e Naam,

Buke Dhore Joto Fool Fotalam..~

Binimoye Kata Chaada~ Ki Pelam
Vagger Porihaash Er-e Naam,

Keno Niotir Kache Bare Baare~
Here Jay Manush Emon~

Amar Moto Eto Sukhi,
Noyto Karo Jibon..~
Noyto Karo~ Jibon..

Charidike Nirashar Baluchar..
Ki Ashay Bedhesi E KhelaGhar,
Swapno Venge Dite Elo Jhad,

Charidike Nirashar Baluchar,

Ki Ashay Bedhesi~ E KhelaGhar,
Swapno Venge Dite Elo Jhad..

Keno Momotar Taane Kede More,
Bedonar Kotha~ Ekhon..

Amar Moto Eto Sukhi,
Noy toh Karo Jibon..~
Noy toh Karo~ Jibon,

Ki Aador Sneho Valobaasay~
Jodano Mayar Badhon,
Jodano Mayar Badhon,

Jani E Badhon Chire Gele Kovu~
Asbe Amar~ Moron,

Amar Moto Eto Sukhi..
Noy toh Karo Jibon..
Noy toh Karo~ Jibon..

 

বুকে ধরে যত ফুল ফোটালাম লিরিক্স | Buke dhore jto ful fotalam lyrics | Khalid Hasan Milu
Khalid Hasan Milu

 

লেখক এর  জীবনী

খালিদ হাসান মিলুর জন্ম ৬ এপ্রিল, ১৯৬০ সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আদর্শপাড়া গ্রামে।

কর্মজীবনঃ

মিলুর সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮০ সালের প্রথমার্ধে। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা ১২ টি, মিক্সড-ডুয়েট এ্যালবাম সংখ্যা প্রায় ১২০ টি। তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৮০ সালে তার প্রথম এ্যালবাম ‘ওগো প্রিয় বান্ধবী’ প্রকাশিত হয়। তার প্রকাশিত অন্যান্য উল্লেখযোগ্য এ্যালবাম সমূহ হলোঃ ‘আহত হৃদয়’, ‘শেষ খেয়া’, ‘নীলা’, ‘শেষ ভালোবাসা’, ‘মানুষ’, ‘অচিন পাখী’ ও ‘আমি একা বড় একা’।

বন্যাট্য সংগীত জীবনে মিলুর গাওয়া কিছু জনপ্রিয় গান হলো : ‘প্রতিশোধ নিও অভিশাপ দিও’, ‘ওগো প্রিয়় বান্ধবী’, সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘আহত হৃদয় ছুটে আসি’, ‘সজনী আমিতো তোমায় ভুলিনি’, ‘কতদিন দেহি না মায়ের মুখ’, ‘নিশিতে যাইয়ো ফুলবনে’, ‘নীলা তুমি আবার এসো ফিরে’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘ও ভূবন মাঝি আমায় তুমি’, ‘হৃদয় থেকে হৃদয়’, তুমি আমার হৃদয়ে যদি থাকো’, ‘পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে’, ‘শোনো শোনো ও প্রিয়া প্রিয়া গো’, ‘যে নদী মরু পথে পথটি হারাল’,

‘যতদূরে যাও মনে রেখো’, ‘যদি পারো ভালোবেসে এসো’, ‘হাসলে তোমার মুখ হাসেনা’, ‘কে বলে সালাম নেই’, প্রভৃতি। ১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রের গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ১৯৯৪ সালে ‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রের “ভালবাসা ভালবাসা মানে না কোন পরাজয়” গানে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।

ব্যক্তিগত জীবনঃ

তার দুই ছেলের নাম প্রতীক হাসান ও প্রীতম হাসান। দুজনেই সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত।

স্ত্রী ফাতিমা হাসান পলাশ।

মৃত্যু

মিলু ২০০৫ সালের ২৯ মার্চ রাত ১২ টা ১০ মিনিটে ঢাকার মনোয়ারা হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর পূর্বে ২০০১ সালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন। ২০০৪ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে ও নেওয়া হয়। এছাড়া তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।তাকে মিরপুর কবরস্থানে সমাহিত করা হয়

আরও দেখুনঃ

Leave a Comment