বুক চিন চিন করছে হায় লিরিক্স | buk chin chin korche hay | এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর: এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।
কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৭] এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

কন্ঠশীল্পীঃ এন্ড্রু’ কিশোর
বুক চিন চিন করছে হায় লিরিক্স | buk chin chin korche hay | এন্ড্রু কিশোর
বুক চিন চিন করছে হায় লিরিক্স :
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (2 বার)
আমরা দুজন দুজনার-ই
প্রেমের দুনিয়া।
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায় (২ বার)
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে (২ বার)
আগুনে যাব পুড়ে
রয়েছ কেন দূরে (২ বার)
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব (২ বার)
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে (২ বার)
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
Buk chin chin korche hay english lyrics :
Buk Chin Chin Korche
Mon Tomay Kache chay
Amra dujon dujonar
premer doniyai.
Tumi chuye dile haay
Amar ki je hoye jay
Tumi chuye dile hay
amar ki je hoye jay.
Buk a chin chin korche hay
Mon tomar kache cay
Amra dujon dujonare
premer duniyai.
Tumi chuye dile haay
Amar ki je hoye jay
Tomake joto dekhi notun lage
Kamonar Agun shudhubuk a jage
Agune jabo pure
Royecho keno dure.
