বেঁচে থাকার জন্য মানুষ লিরিক্স | Beche Thakar Jonne Manush Lyrics | Belal Khan | Anwessha

বেঁচে থাকার জন্য মানুষ লিরিক্স | বেলাল খান একজন বাংলাদেশী সুরকার, গায়ক ও সংগীতায়োজক। তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান।

বেঁচে থাকার জন্য মানুষ লিরিক্স | Beche Thakar Jonne Manush Lyrics

 Belal Khan | Anwessha

 

Singer: Belal Khan & Anwesha Dattagupta
Lyrics: Zulfiqer Russell
Composer: Belal Khan
Music Arrangement: Meer Masum
Story: Aurnob Hasnat & Sheikh Saif

 

বেঁচে থাকার জন্য মানুষ লিরিক্স | Beche Thakar Jonne Manush Lyrics

 

বেঁচে থাকার জন্য মানুষ লিরিক্স :

বেঁচে থাকার জন্যে,
দু’হাত রাখার জন্যে,
অভিমানের জন্যে
কেউ একজন লাগে ।

ধরে রাখার কেউ নেই,
মনে করার কেউ নেই
মাঝে মাঝে তাই ভীষণ এক লাগে ।
বেঁচে থাকার জন্যে,
দু’হাত রাখার জন্যে,
অভিমানের জন্যে
কেউ একজন লাগে ।

একলা জীবন সত্যি অনেক কঠিন
চাই আমিও থাকি কার অধীন
মন কে বোঝার জন্যে, ভালো থাকার জন্যে
কেউ একজন লাগে ।

বেঁচে থাকার জন্যে,
দু’হাত রাখার জন্যে,
অভিমানের জন্যে
কেউ একজন লাগে ।

প্রয়োজনে খুলে বলি কাকে
ইচ্ছে গুলো ইচ্ছেই হয়ে থাকে
বুঝে নেওয়ার জন্যে, অনুভবের জন্যে
কীয় একজন লাগে ।

বেঁচে থাকার জন্যে,
দু’হাত রাখার জন্যে,
অভিমানের জন্যে
কেউ একজন লাগে ।

ধরে রাখার কেউ নেই,
মনে করার কেউ নেই
মাঝে মাঝে তাই ভীষণ এক লাগে ।
বেঁচে থাকার জন্যে,
দু’হাত রাখার জন্যে,
অভিমানের জন্যে
কেউ একজন লাগে ।

 

বেঁচে থাকার জন্য মানুষ লিরিক্স | Beche Thakar Jonne Manush Lyrics

 

Beche Thakar Jonne Manush Lyrics :

Benche Thakar Jonne
Du haat rakhar jonney
Obhimaner jonne, Keu ekjon laage

Dhore rakhar keu nei, mone korar keu nei
Majhe majhe tai vishon eka laage
Beche Thakar Jonney
Du haat rakhar jonney
Abhimaner jonne, Keu ekjon lage

Ekla jibon sotti onek kothin
Chai ami o thaki kaar odhin
Mon ke bojhar jonne, valo thakar jonne
Keu ek jon laage
Proyojone khule boli kake
Icche gulo icchei hoye thake
Bujhe neowar jonne, onubhober jonne
Keu ek jon lage

https://www.youtube.com/watch?v=4KfxpuaV6IM&list=RD4KfxpuaV6IM&index=1

সঙ্গীত জীবনঃ

বেলাল ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে সঙ্গীত শুরু করেন। শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেন। এসময় স্টেজ পারফরমেন্স করতেন। ২০০৯ সালে তিনি মনির খান ও বেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। শিল্পী কিরণের পাগল তোর জন্য রে গানটি ২০১১ সালে চলচ্চিত্রে ন্যান্সির সঙ্গে দ্বৈত সঙ্গীতে ব্যাপক পরিচিতি পান। নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। গানটি মাসুদ পথিকের লেখা এবং মমতাজ বেগমের সুর করা।

২০১২ সালে বেলাল খানের প্রথম একক আলাপন প্রকাশিত হয়। তিনি চলচ্চিত্রের প্রায় ২৫টি গানে সুর করেছেন। তার সুরে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, ন্যান্সি, রূপরেখা ব্যানার্জি, ইমরান, লিজা, পড়শীসহ অনেকে। তার সুরে প্রকাশিত হয়েছে জাগো বাংলাদেশ শিরোনামের একটি গান। এছাড়া তিনি অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডে-তে মোহাম্মদ রেজা হেদায়েতির সাথে ফারসি ভাষায় ‘চে কোনাম’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরও দেখুনঃ

Leave a Comment