ব্যথার শহর লিরিক্স | Bethar Shohor Lyrics | Montu Pilot
ব্যথার শহর লিরিক্স | Bethar Shohor Lyrics | Montu Pilot | Ishan Mitra
Song Name : Bethar Shohor
Web Series : Montu Pilot
Singer : Ishan Mitra
Lyrics : Debaloy Bhattacharya

ব্যথার শহর লিরিক্স :
এখনোকি বাকি কিছু রয়ে গেছে মাথা নিচু
শহরের সারারাতে ছায়া কুড়োবার,
তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু
অকারণে ছায়াদের ব্যথা জমাবার,
ছায়াদের নাম নেই আর শুধু
ব্যথার পাহাড়..
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
তবু কুরে খায় ছায়ার অন্ধকার,
বাকি থেকে যায়, মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার..

এখনওকি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে
ছায়াপথে পিছু হারাবার,
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা শোক তোমার আমার,
বেথ্যারাও বহুদূর হেঁটে এসে একা একা
আগুন পোহায় আলো নয়,
তুমি আমি শুধু ছায়া বহুকাল আগে জমা
মেঘেদের মূকাভিনয়।
ব্যথাদের নাম নেই শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়,
তবু থেকে যায় মায়া জোছনায়,
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার
