ভেতর ও বাহিরে লিরিক্স | Vhetor o bahire lyrics | Rudra mohammad sahidullah

ভেতর ও বাহিরে লিরিক্স,

এই গানের কথা লিখেছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। তিনি  একজন বাংলাদেশি কবি ও গীতিকার।

 

ভেতর ও বাহিরে লিরিক্স | Vhetor o bahire lyrics | Rudra mohammad sahidullah

 

আমার ভেতর ও বাহিরে লিরিক্স | amar vhetor o bahire lyrics | rudra mohammad sahidullah

 

আমার ভেতর ও বাহিরে লিরিক্স

 

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
   আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ
দিও তোমার মালা খানি
বাউল এর এই মন টা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি

amar vhetor o bahire lyrics in english

Amar bhitor o Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Amar vitor o Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Dheke Rakhe Jemon Kusum
Paprir Abdale fosoler Ghum
Temni Tomar nibhir Chowa
Temni Tomar nibhir Chowa
Moromer nil poth dhore
Amar vitoro Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Amar vitoro Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Pushe Rakhe Jemon Jhinuk
Kholosher Aborone Muktor Sukh
Pushe Rakhe Jemon Jhinuk
Kholosher Aborone Muktor Sukh
Temni Tomar Gobhir Chowa
Temni Tomar Gobhir Chowa
Vitorer neel bondere
Amar vitoro Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Amar vitoro Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Bhalo Achhi Bhalo Theko
Akasher Thikanay Chithi Likho
Bhalo Achhi Bhalo Theko
Akasher Thikanay Chithi Likho
Dio Tomar Mala Khani
Dio Tomar Mala Khani
Baul Er Ei Mon Ta Re
Amar vitoro Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure
Amar vitoro Bahire Ontore Ontore
Achho Tumi Hridoy Jure

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:

গান :

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তিনি বরিশাল আমানত গঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার সাহেবের মাঠ গ্রামে।

তার বাবার নাম ডাঃ শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম শিরিয়া বেগম।[৩] উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রর। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার বোনের ট্র্যাংক থেকে তিনি ও তার মামাতো ভাইয়েরা মিলে টাকা ধার করেন। কথা ছিল তারা সিনেমা দেখতে যাবেন। কিন্তু সেটি না করে রুদ্র আরেকটি কাজ করলেন। তারা একটি লাইব্রেরি তৈরি করলেন। সেই লাইব্রেরির নাম দেয়া হয়েছিল বনফুল লাইব্রেরি।

এছাড়া ছোটবেলায় রুদ্র অনেক অভিমানীও ছিলেন। একটা ঘটনা থেকে তা আঁচ করা যায়। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি তার স্কুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন। আবার একই স্কুলের পরিচালনা পরিষদে ছিলেন তার বাবা। নিজের ছেলেকে প্রথম স্থানের পুরস্কার দেয়াটা তিনি সমীচীন মনে করেননি। তিনি ভেবেছিলেন সেটা স্বজনপ্রীতি হতে পারে। অনুষ্ঠান শেষে তিনি অবশ্য অনেক বই কিনে দিয়েছিলেন তার ছেলেকে। কিন্তু রুদ্র তার বাবার দেয়া সব বই ফিরিয়ে দিয়েছিলেন অভিমান করে।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment