মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | মানব-মানবীর প্রেমে গজল গান যেমন মানুষকে অভিভূত করে তোলে, আধ্যাত্মিক প্রেমেও মানুষের মন উচাটন করে তোলে। গজলের প্রেম-গীতির গীত রসে আপ্লুত হয় দেহ-মন। প্রিয়া-মিলন আর স ষ্টা-মিলনের অমর গাথা হয়ে গজল গানের প্রেম-রসে সিক্ত হবে মানুষের মন অনন্তকাল ।
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | mawla eshke jole agun lyrics | Bangla Eshker Gojol

মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স :
বাংলাদেশের সর্ব দক্ষিণের বিভাগ ও জেলা বরিশাল আর বরিশালের সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়ন এ প্রতি বছর অনুষ্ঠিত হয় চরমোনাই এর বার্ষিক মাহফিল আর এই মাহফিলের বিশেষ একটি আয়োজন এশকের গজল সেই হৃদয় উজার করা এশকের গজল পরিবেশন করেন মরহুম মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহঃ তার এই গজল গেয়ে আল্লাহ প্রেমিক জাকেরিন শাকেরিন মুজাহিদদের হাল ধরে রাখা দুষ্কর।
তারই শিষ্য মুফতি সাঈদ আহমাদ এর কন্ঠে সেই বিখ্যাত এশকের গজল মাওলার এশকে জ্বলে আগুন সারা বাংলাদেশ এর মুজাহিদ ভাইরা বেশ হৃদয়ে দাগ কাটে তাই শুনুন ভালো লাগবে ইনশাআল্লাহ।
আরও দেখুনঃ
- শেষ গান লিরিক্স | Shesh Gaan Lyrics | Aurthohin Bangla Band
- তাওহীদেরই মুর্শিদ আমার লিরিক্স | Tawhider E Murshid Amar | Mahtim Shakib | Nazrul Geeti
- তুমি ছাড়া আমি একা লিরিক্স | Tumi chara ami eka lyrics | মিনার রহমান | Minar Rahman
- কেমন মুসলমান তুমি কেমন মুসলমান লিরিক্স | Kemon Mosolman tomi Kemon musolman Lyrics | গজল
- পূর্ণতা ওয়ারফেজ লিরিক্স | Purnota Warfaze Lyrics | ওয়ারফেজ