মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | Mawla eshke jole agun lyrics | Bangla Eshker Gojol

মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | মানব-মানবীর প্রেমে গজল গান যেমন মানুষকে অভিভূত করে তোলে, আধ্যাত্মিক প্রেমেও মানুষের মন উচাটন করে তোলে। গজলের প্রেম-গীতির গীত রসে আপ্লুত হয় দেহ-মন। প্রিয়া-মিলন আর স ষ্টা-মিলনের অমর গাথা হয়ে গজল গানের প্রেম-রসে সিক্ত হবে মানুষের মন অনন্তকাল ।

মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | mawla eshke jole agun lyrics | Bangla Eshker Gojol

গীতিকার ও সুরকারঃ 
মরহুম আইনুদ্দীন আল আজাদ রহঃ 
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | mawla eshke jole agun lyrics | Bangla Eshker Gojol
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | mawla eshke jole agun lyrics | Bangla Eshker Gojol

মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স :

মাওলার এশকে জ্বলে আগুন
নেভাইলে যে নেভেনা (২বার)
পুরে পুরে ছাই হইলো এই যে
পাগলের সিনা(২বার)
ধরা দিয়েও দাওনা ধরা (২বার)
কাছে থেকেও দাওনা সাড়া (২বার)
আমার এই বুকেতে বইছ খরা
না পাওয়ার ই যাতনা-
পুরে পুরে ছাই হইলো এই যে
পাগলের সিনা(২বার)
মাওলার এশকে জ্বলে আগুন
নেভাইলে যে নেভেনা।
পুরে পুরে ছাই হইলো এই যে
পাগলের সিনা(২বার)
মাওলা তোমায় ভালোবেসে
কলিজা পুরে গন্ধ আসে (২বার)
আমি তোমার নুরে যাব মিসে
তোমার নুরে যাব মিসে
দুরে ঠেলে দিওনা
পুরে পুরে ছাই হইলো এই যে
পাগলের সিনা(২বার)
মাওলার এশকে জ্বলে আগুন
নেভাইলে যে নেভেনা।
পুরে পুরে ছাই হইলো এই যে
পাগলের সিনা(৪বার)

 

 

বাংলাদেশের সর্ব দক্ষিণের বিভাগ ও জেলা  বরিশাল আর বরিশালের সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়ন এ প্রতি বছর অনুষ্ঠিত হয় চরমোনাই এর বার্ষিক মাহফিল আর এই মাহফিলের বিশেষ একটি আয়োজন এশকের গজল সেই হৃদয় উজার করা এশকের গজল পরিবেশন করেন মরহুম মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহঃ তার এই গজল গেয়ে আল্লাহ প্রেমিক জাকেরিন শাকেরিন মুজাহিদদের হাল ধরে রাখা দুষ্কর।

 

মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স | mawla eshke jole agun lyrics | Bangla Eshker Gojol

 

তারই শিষ্য মুফতি সাঈদ আহমাদ এর কন্ঠে সেই বিখ্যাত এশকের গজল মাওলার এশকে জ্বলে আগুন সারা বাংলাদেশ এর মুজাহিদ ভাইরা বেশ হৃদয়ে দাগ কাটে তাই শুনুন ভালো লাগবে ইনশাআল্লাহ।

আরও দেখুনঃ

Leave a Comment