আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal

আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | ( হে রাসূল, আপনি ) বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করে দিবেন; আল্লাহ তা’লা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান.

 

আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal

 

আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal

 

Bangla Gazal

Bangla Islamic

Gazal Bangla

New Gazal

 

আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স :

মা.. মা.. মা..
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি
মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি
জড়াও না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
কোথায় হারিয়ে গেলে তুমি
সারাক্ষণ তোমায় খুঁজি আমি
মা বলে এতো ডাকি
মা বলে এতো ডাকি
ডাক কি শুনতে পাও না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
কোথায় হারিয়ে গেলে তুমি
সারাক্ষণ তোমায় খুঁজি আমি
মা বলে এতো ডাকি
মা বলে এতো ডাকি
ডাক কি শুনতে পাও না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
তোমার কথা মনে পড়লে
বুকটা ভিজে যায় আঁখি জলে
তোমার কথা মনে পড়লে
বুকটা ভিজে যায় আঁখি জলে
তুমি ছাড়া আমি যে থাই
তুমি ছাড়া আমি যে থাই
আর তো থাকতে পারি না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal

Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics In English :

 
Ma.. ma.. ma….
Aaj keno amay sohag makha dak dako na
Aaj keno amay sohag makha dak dako na
Mayar aachol diye keno amay tumi
Mayar aachol diye keno amay tumi
Jorao na
Aaj keno amay sohag makha dak dako na
Aaj keno amay sohag makha dak dako na
Kothay hariye gele tumi
Sarakkhon tomay khuji ami
Ma bole ato daki
Ma bole ato daki
Dak ki shunte pao na
Aaj keno amay sohag makha dak dako na
Aaj keno amay sohag makha dak dako na
Kothay hariye gele tumi
Sarakkhon tomay khuji ami
Ma bole ato daki
Ma bole ato daki
Dak ki shunte pao na
Aaj keno amay sohag makha dak dako na
Aaj keno amay sohag makha dak dako na
Tomar kotha mone porle
Bukta bhije jay aakhi jole
Tomar kotha mone porle
Bukta bhije jay aakhi jole
Tumi chhara ami je thaie
Tumi chhara ami je thaie
Aar to thakte pari na
Aaj keno amay sohag makha dak dako na
Aaj keno amay sohag makha dak dako na

আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকোনা লিরিক্স | Aaj keno Amay sohag makha dak Dakona Lyrics | Bangla Gazal
বৈশিষ্ট্য

গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।

গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।

গজল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। মূলত হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়বস্তু হতে পারে। উচ্চভাবপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ রচনাও কোন কোন গানে দেখা যায়। এ গানে অনেকগুলো চরণ, কলি বা তুক্ থাকে। প্রথম কলি ‘স্থায়ী’ এবং বাদবাকি কলিগুলো ‘অন্তরা’

গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান। সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন। সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।

‘গজল’ শব্দটি আরবি থেকেই চয়িত। এ শব্দের আক্ষরিক অর্থ, প্রেমিকার সঙ্গে কথোপকথন। গজলের পরিভাষায় উল্লেখ হয়েছে, ‘তারুণ্যের পরিস্থিতি বর্ণনা করুন অথবা প্রেমাস্পদের সঙ্গে সংসর্গের উল্লেখ করুন এবং ভালোবাসার চর্চা করুন কিংবা রমণীর সঙ্গে বাক্যালাপ করুন। তাই পরিভাষায় বর্ণিত বিষয়কে অবলম্বন করে গজল রচিত গানকে ‘প্রণয়-সঙ্গীত’ বলেও চিহ্নিত করা হয়। গজল আবার ‘কাব্য-সঙ্গীত’ নামেও পরিচিত। কারণ গজল গানে শৃঙ্গার রস যেমন মিলন আর বিরহের কথা বলে তেমনি তাতে ভক্তির কথাও উচ্চারিত হয়।

দু’ধরনের ভাবের অভিব্যক্তি শৃঙ্গার রসে পরিপূর্ণতা আনে। অন্যদিকে গজল গান রচনায় যে বাণী প্রয়োগ করা হয় তাতে সব ধরনের রসের সমাবেশ দেখা যায়। ফলে গজল গান কাব্যের গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই গজল শৃঙ্গার রসাÍক গান হলেও এক ধরনের ‘কাব্য-সঙ্গীত’।

গঠন

গজল গানের কলিগুলোর অর্থ প্রায়ই দ্ব্যর্থবোধক। প্রেম যখন পুরুষ বা নারীর প্রতি নিবেদিত হয় তখন সে গজল মানব-প্রেম বা পার্থিব-প্রেম, আবার প্রেম যখন স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত হয় তখন তা আধ্যাত্মিক প্রেম। তাই গজল গান এক ধরনের ‘ভাব-সঙ্গীত’ বলেও পরিচিত।

গজলের আরেকটি রূপও আছে। সে রূপটি অন্য কোন গানে নেই। আবৃত্তি আকারে গজল পরিবেশন। এসব ধর্মই গজল গান শাস্ত্রীয় সঙ্গীতের ভুবনে আলাদা জাত হিসেবে গণ্য।

বাংলাদেশে অনেক শিল্পিগোষ্টি বর্তমান শ্রুতি মধুর গজল পরিবেশনা করে থাকে । আমি দেখিনি তোমায় চোখের তারায় বর্তমান গজল গুলোর মাঝে অন্যতম ।

গজল শাস্ত্রীয় সঙ্গীতের এক ব্যতিক্রমধর্মী গান। এ গানের ‘ভাষার কাব্য ভাব, রাগের স্বর বিন্যাস ও তালের ছন্দ মাধুর্য এক অনির্বাচনীয় পরিবেশ সৃষ্টি করে থাকে।’

Leave a Comment