মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা

মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা

কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।

চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক’ চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।

 

মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা
কনক চাঁপা

 

গানঃ মিলন’ হবে কত দিনে
শিল্পীঃ কনক’ চাঁপা
কথা ও সুরঃ লালন শাহ
ছায়াছবিঃ মিলন হবে কত দিনে

মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা

 

মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা
কনক চাঁপা

 

 

মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে লিরিক্স বাংলা :

মিলন হবে কত দিনে
মিলন….
হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে

মিলন’ হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে
মিলন’ হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে

চাতক প্রায় অহরনিসি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী।
ও তা হয় না কপাল-গুণে,
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।

মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন।
ঐ রূপ হেরি এ দর্পণে,
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।

 

মিলন হবে কত দিনে লিরিক্স | Milon Hobe Koto Dine Lyrics | কনক চাঁপা
কনক চাঁপা

 

Milon Hobe Koto Dine Lyrics in english :

milon hobe koto dine
milon….
hobe koto dine…
amar moner manuser sone,
amar moner manuser sone

milon hobe koto dine
milon hobe koto dine…
amar moner manuser sone,
amar moner manuser sone
milon hobe koto dine
milon hobe koto dine…
amar moner manuser sone,
amar moner manuser sone

chatak pray ahornisi
cheye achi kalo sosi
hobo bole chorono dasi,
hobo bole chorono dasi.
o ta hoyna kopal gune,
o ta hoyna kopal gune,
amar moner manuser sone,
amar moner manuser sone.

Megher bidyut meghei jemon
lukale na pai aneshan,
kalare haraye temon
kalare haraye temon
Ai rupa heri e dorpone,
ai rupa heri e dorpone.
amar moner manuser sone,
amar moner manuser sone.

milon hobe koto dine
milon hobe koto dine…
amar moner manuser sone,
amar moner manuser sone.

 

আরও দেখুন :

Leave a Comment