মুরুব্বি লিরিক্স | Murubbi Lyrics | Swarobanjo | স্বরব্যাঞ্জো

মুরুব্বি লিরিক্স | স্বরব্যাঞ্জো ২০১৪ সালে গঠিত রাজশাহী ভিত্তিক বাংলা ‘ফোক-ফিউশন’ সঙ্গীত দল। সাধারণত লোক ধারার সঙ্গীত উপস্থাপন, স্বকীয় সংগীতভাবনা, সঙ্গীতায়োজনে দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার ও জনবহুল সরাসরি পরিবেশনার জন্য ব্যান্ডটি জনপ্রিয়তা অর্জন করে।

মুরুব্বি লিরিক্স | Murubbi Lyrics | Swarobanjo | স্বরব্যাঞ্জো

গান- মুরুব্বি

কথা, সুর ও মিক্সিং – রাগীব নিয়াজ রাফি

কন্ঠ – তানভীর আল আজাদ

হারমোনাইজেশন ও পার্শ্ব-কন্ঠ – শাদিউল আলম জীবন

গিটার, বেজ ও সঙ্গীতায়োজন – ইস্ক্রা রহমান 

প্রচ্ছদ ডিজাইন – অনিক সরকার 

মুরুব্বি লিরিক্স | Murubbi Lyrics | Swarobanjo | স্বরব্যাঞ্জো

মুরুব্বি লিরিক্স:

পেট থেকে বের হয়ে করেছি বোকামি

দু’ নৌকায় দু’ পা গেছে মাঝখানেতে আমি

আমার ডানে-বামে কানে কানে একটা মাত্র পথ

বলে সিনা টান করে ব্যাটা নে রে নে শপথ!

এই কম্পিটিশনের যুগে কোচিংয়েতে যাই

সব কথার মোদ্দা কথা হলো “চলো পেট বাঁচাই”

আমি আপনমনে বসে নিজেরই মগজ খাই

চিবিয়ে দেখি এ যে ঝাল আছে, নুন নাই।

ও মুরুব্বি, না নিলে বেয়াদবি

ও মুরুব্বি, না নিলে বেয়াদবি

আরেকটু নুন হবে কি?

এই ভার্সিটিতে পড়লে নাকি মার্সিডিজ চড়ে!

তাই মুখে পুরে ফানেল তাতে জ্ঞানের আলো ভরে

 

ইতিহাস:

স্বরব্যাঞ্জোর গঠনের মূল উদ্বোক্তা ইয়ামিন ইস্ক্রা রহমান, ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করতেন। ২০১৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়নের পাশাপাশি তিনি পিয়ানো তবলা ও হাওয়াই গিটারের চর্চা করতেন। সেসময় সাহিত্যিক সাদাত হোসাইনের তার ফেসবুকে একটি ‘লাস্ট বেঞ্চের ছেলেটা’ শিরোনামের গীতি লিখে সুরের জন্য উম্মুক্ত করে দেন। ইস্ক্রা, রাফি এর গীতির সুর করেন এবং নিলয়ের কন্ঠে ধারণ করেন।

মুরুব্বি লিরিক্স | Murubbi Lyrics | Swarobanjo | স্বরব্যাঞ্জো

এই গানের মাধ্যমে তারা একটি সঙ্গীত দল হিসেবে পরিবেশনা শুরু করেন। দলটি প্রথমে নিখিল বাংলা ইউকুলেলে সংঘ নামে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জনবহুল সরাসরি পরিবেশনা করে। পরবর্তীতে ব্যান্ডের নাম বদল করে একটি জুতসই নামের খোঁজ করা হয়। প্রাক্তন সদস্য রওনক হাসান রনো’রপরামর্শে সর্বসম্মতিক্রমে দলটি স্বরব্যাঞ্জো নাম ধারণ করে। দল গঠনের পর হতে স্বরব্যাঞ্জো ২০১৫ সালে ‘গান বাজনা’ শিরোনামে তাদের প্রথম স্টুডিও এ্যালবাম প্রকাশ করে।

তাদের দ্বিতীয় এ্যালবাম ‘হাওয়ার চিঠি’ আসে ২০১৬ সালে। ২০১৮ সালে দলটি ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-এ পরিবেশনা করে, যা দলটির প্রথম আন্তর্জাতিক পরিবেশনা।

বৈশিষ্ট্য:

স্বরব্যাঞ্জো দলটি সঙ্গীত পরিবেশনায় সকীয়তা ধরে রাখারা পাশাপাশি দলগতভাবে অভিনব।দলের সদস্যতার জন্য যে কোন প্রকার আনুষ্ঠানিকতা নেই। দলটি তাদের এ্যালবাম গুলি বাণিজ্যিক প্রকাশের বদলে ক্রিয়েটিভ কমন্সের আওতায় স্বীকৃতি প্রদান পূর্বক উপভোগের জন্য বিনামূল্যে বিতরণ করে থাকে।

সদস্য:

মুরুব্বি লিরিক্স | Murubbi Lyrics | Swarobanjo | স্বরব্যাঞ্জো

২০১৬ সালে স্বরব্যাঞ্জো

স্বরব্যাঞ্জো দলের সদস্যতা উম্মুক্ত, তথাপি কিছু সদস্য দলের হয়ে নিয়মিত পরিবেশনা করে থাকেন। ২০২০ সালে মূল ও উল্লেখযোগ্য সদস্যদের তালিকা নিম্নরূপঃ

  1. ইয়ামিন ইস্ক্রা রহমান – ব্যাঞ্জো, ইউকেলে, পিয়ানো, বেজ গিটার, সুরকার।
  2. রিপন কুমার সরকার (বগা তালেব) – কন্ঠ, গীতিকার, সুরকার।
  3. আসিফ হাসান তালুকদার নিলয়- কন্ঠ, গিটার।
  4. রুপক আহমেদ -কন্ঠ, মেলোডিকা।
  5. তানভির আল আজাদ – বেজ গিটার, কন্ঠ, গীতিকার।
  6. সঞ্জয় – ঢোল, কাহন।
  7. রিপন সোনাই – বাঁশি।
  8. রাগীব নিয়াজ রাফি – সাউন্ড ইঞ্জিনিয়ার, গীতিকার।
  9. বনরত্ন তঞ্চঙ্গ্যা – গিটার।

 

আরও দেখুনঃ

Leave a Comment