মেলেছো চুল লিরিক্স | Melecho Chul Lyrics | Anupam Roy | Jaani Dekha Hobe

মেলেছো চুল লিরিক্স | অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

 

মেলেছো চুল লিরিক্স | Melecho Chul Lyrics | Anupam Roy | Jaani Dekha Hobe

 

Film Name: Jaani Dekha Hobe
Song Name: Jaani Dekha Hobe (জানি দেখা হবে)
Singer: Anupom Roy
Music Director: Indradip Das Gupta
Lyrics: Srijato
Label: Saregama India Ltd

 

মেলেছো চুল লিরিক্স | Melecho Chul Lyrics | Anupam Roy | Jaani Dekha Hobe
Anupam Roy

 

মেলেছো চুল লিরিক্স :

মেলেছো চুল খুলেছো ডানা

জানি আঙুল ছোঁয়ানো মানা

তবু আজইআমি রাজি

চাপা ঠোঁটে কথা ফোটে

শোন ..

 

আমাকে রাখো বুকের পশমে,

তোমার নরমে

 জো ওয়াদা কিয়া  নিভানা পড়েগা

রোকে জামানা চাহে রোকে খুদাই,

তুমকো আনা পড়েগা।

 

চোখ বলে না না জলে যাব না

রাত বলে না বিফলে যাব না

ছোট গল্পের স্টলে যাব না,

তুই না এলে।

 

দেখা যাবে যদি জানাজানি হয়

জোনাকিরা ভালো ঘুমপাড়ানি হয়

তারারাও নাকি অভিমানী হয়,

দেখা না পেলে।

জানি দেখা হবেঠোঁটের ভেতরে,

ঘুমের আদরে।

ঘাস বালিসেরা পাশ ফেরানো থাক,

বিছানার নিচে ঘুমপিয়ানো থাক

মিছিমিছি কিছু মোম জ্বালানো থাক,

একা টেবিলে।

 

কাঁচামিঠে ছোঁয়া দিয়ে মাপি মন,

ছোট কাগজের ভিড় ছাপি মন,

মনে থাকে না যে মন খারাপি মন,

দেখা না দিলে।

জানি দেখা হবেরাতের শরীরে,

তোমার গভীরে।

 

মেলেছো চুল খুলেছো ডানা

জানি আঙুল ছোঁয়ানো মানা

তবু আজইআমি রাজি

চাপা ঠোঁটে কথা ফোটে

শোন ..

 

আমাকে রাখোবুকের পশমে,

তোমার নরমে।

 জো ওয়াদা কিয়া  নিভানা পড়েগা

রোকে জামানা চাহে রোকে খুদাই,
তুমকো আনা পড়েগা।

 

মেলেছো চুল লিরিক্স | Melecho Chul Lyrics | Anupam Roy | Jaani Dekha Hobe

 

Melecho Chul Lyrics :

 

Melecho chul khulecho daana
Jani angul chowano maana
Tobu aaji ami raaji
Chapa thote kotha photey – Shono…
Amake rakho buker poshome.. Tomar norome..


Jo wada ki yawoh nibhana padega
Roke jamana chahey roke khudaii
Tumko aana padega


Chokh bole na na jwole jabo na
Raat bole na bifole jabo na
Choto golper stol-e jabo na
Tui na ele…..
Dekha jabe jodi jana jani hoy
Jonakira valo ghumparani hoy
Tara-ra naki abhimani hoy
Dekha na pele
Jani dekha hobe – Thoter vitore
Ghumer adorey


Ghash balishera pash pherano thak
Bichanar niche ghum piano thak
Michi michi kichu mom jalano thak
Eka table-e..


Kancha mithey chowa diye maapi mon
Choto kagojer bhir chapi mon
Mone thake na je mon kharapi mon
Dekha na dile…
Jani dekha hobe – Raater shorire
Tomar gobhirey

 

প্রাথমিক জীবন:

অনুপম রায় জন্মগ্রহণ করেন ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট.পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুল এ। তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন।

তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্গালোর, কলকাতা তে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন .

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরও দেখুনঃ

Leave a Comment