মেহেরবান গজল লিরিক্স | Meherban Gojol | মুনাইম বিল্লাহ

মেহেরবান গজল লিরিক্স. (আরবি: আল-ইসলাম – [الإسلام‎‎] একটি একেশ্বরবাদী এবং ইব্রাহিমীয় ধর্মবিশ্বাস যার মূল শিক্ষা হল, এক আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা নেই এবং মুহাম্মাদ হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত নবি ও রাসূল।

এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম,]যার অনুসারী সংখ্যা প্রায় ২ বিলিয়ন এবং এটি মোট জনসংখ্যার প যারা মুসলমান নামে পরিচিত।মুসলমানরা ৫০ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য অভিভাবক।

মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে-যুগে অনেক নবি-রাসূল, আসমানী কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন। ইসলামে প্রধান ধর্মগ্রন্থ হলো পবিত্র কুরআন, যা স্বয়ং আল্লাহর বাণী; আর সর্বশেষ ও চূড়ান্ত নবি মুহাম্মদ (২৯ আগস্ট ৫৭০- ৮ জুন ৬৩২) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে সুন্নাহ বলা হয় যা হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে। তবে সমস্ত সুন্নাহই হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাহ নয়।

মেহেরবান গজল লিরিক্স

মেহেরবান গজল লিরিক্স | meherban gojol | মুনাইম বিল্লাহ

 

মেহেরবান গজল লিরিক্স | Meherban Gojol | মুনাইম বিল্লাহ

শিল্পী: মুনাইম বিল্লাহ
কথা ও সুরঃ আলফাজ হোসেন

মেহেরবান গজল লিরিক্স

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।
আমি পাপী গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর।
ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বারে।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।

জেনে না জেনে হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে।
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে।
নিজের প্রতি নিজে সকাল বিকাল সাঁঝে।
জুলুম করেছি বারে বার।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।

পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা ক্ষমা কর রহম দিয়ে।
বান্দা তোমার আমি তুমি অন্তর জামি ।
তোমার কাছে ফিরি বারে বার।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

meherban gojol In English

Meherbaan Tumi Meherbaan

Meherbaan Tumi Meherbaan

Ami papi chara ke aache aar
Khoma koro ogo prabhu
Taoba kori bare bare
Ya Rahimur Rahman
Ya Karimu Meherbaan
Meherbaan Tumi Meherbaan
Meherbaan Tumi Meherbaan

Jene na jene Hajar paper shagore
Dub diyechi Poth hariye bhule
Bujhe na bujhe Hajar paper shagore
Dub diyechi Poth hariye bhule

NIjer sathe nije shaje Jilum korechi bar bar
Ya Rahimur Rahman Ya Karimu Meherbaan

Pahar shoman paper buja Mathay niye cholte parina
Khoma koro raham diye
Banda tomar ami tumi antar jami
Tomar kache firi bare bar
Ya Rahimur Rahman
Ya Karimu Meherbaan

মেহেরবান গজল লিরিক্স | meherban gojol | মুনাইম বিল্লাহ

meherban gojol

 

মেহেরবান গজল লিরিক্স. meherban gojo   গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়।

প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন। পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।

গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।

 

মেহেরবান গজল লিরিক্স | meherban gojol | মুনাইম বিল্লাহ

 

গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।

Leave a Comment