যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স | নচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন
যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স | Jokhon Shomoy Thomke Daray Lyrics | Nachiketa Chakraborty
Song: Jakhan Samay Thamke Danray (যখন সময় থমকে দাঁড়ায়)
Singer: Nachiketa Chakraborty
Album: Ei Besh Bhalo Achi
যখন সময় থমকে দাঁড়ায় লিরিক্স :
যখন সময় থমকে দাঁড়ায়..
যখন সময় থমকে দাঁড়ায়.
নিরাশার পাখি দু’হাত বাড়ায় (x2)
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি (x2)
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি..
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন এ–মনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর (x2)
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন..
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্ত–ক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায় (x2)
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন..
Jokhon Shomoy Thomke Daray Lyrics :
Jokhon somoy thomke daray
Jakhan Samay Thamke Danray
nirashar pakhi du haath baray
Khuje niye mon nirjon kon
ki ar kore tokhon
Swapno swapno swapno
swapno dekhe mon
Jokhon amar gaaner pakhi
sudhu amakei diye fhanki
Sonar sikole dhora dey giye
ami shunnota thaki
Jokhon a ghore fhere na se pakhi
Nishfol hoy shoto daka daki
Shopno, shopno, shopno
shopno dekhe mon
Jokhon a mone proshner jhorh
Venge dey juktir khela ghor
Tokhon batash onno kothao shonay tar uttor
Jokhon amar klanto choron
Obiroto buke rokto kharan
প্রাথমিক জীবন :
জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৪, কলকাতায়। (বি.দ্র.তার সার্টিফিকেট অনুযায়ী ১ সেপ্টেম্বর ১৯৬৫ কেই তার জন্ম তারিখ হিসেবে গনণা করা হয়ে থাকে)। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে , পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা।
প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহুর্তে হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস। পিছন ফিরে তাকাতে হয়নি কখনও। তার সবচেয়ে প্রিয় গান (নীজের লেখা গানের মধ্যে) ‘নীলাঞ্জনা ৩য় খন্ড’। এ পর্যন্ত তিনি তিনশতরও বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন।
লেখা-লেখির ক্ষেত্রে জ্যাক লন্ডন এর লেখা পড়ে তিনি প্রথম অনুপ্রাণিত হয়েছেন। এ ছাড়া মহাভারতের কৃষ্ণ চরিত্র তাকে প্রভাবিত করে। গল্প লেখার জন্য অনুপ্রাণিত করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ‘লেখক’ নচিকেতার গল্পের বৈশিষ্ট্য, তিনি গল্পে পারতপক্ষে নারী চরিত্র রাখতে চান না। (১৯৯২) সালে তার প্রথম অ্যালবাম “এই বেশ ভালো আছি” মুক্তি পায়; এটি একটি তাৎক্ষণিক হিট অ্যালবাম ছিল।

প্রাথমিক পর্যায়ে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিলেন। চলিত ভাষার ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি নব্বইয়ের দশকের দিকে বাংলা সঙ্গীতের নিশ্চল অবস্থায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) এবং নচিকেতা বাংলা গানের এর প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছেন।