যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Jodi amar angul gulo hariye feli lyrics | Mahtim Shakib

যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Mahtim Shakib  | মাহতিম শাকিব আমি গান করি ভালোবাসা থেকে। ইউটিউব থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে নয়। আমি চাই সারা দিন পরিশ্রম করে মানুষ যখন বিছানায় যাবে তখন যেন ইউটিউবে আমাকে খোঁজে। আমার গান শুনে প্রশান্তি পায়।

 

যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Jodi amar angul gulo hariye feli lyrics | Mahtim Shakib

 

Song : Jodi
Singer : Mahtim Shakib
Lyrics : Robiul Islam Jibon
Music : Musfiq Litu
Tune :  Nazir Mahamud
Director : Sanjoy Somadder
DOP : H.M Zaman
Music on : Rosogolla
যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Jodi amar angul gulo hariye feli lyrics | Mahtim Shakib
যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Jodi amar angul gulo hariye feli lyrics | Mahtim Shakib

যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স

যদি আমার আঙ্গুলগুলো হারিয়ে ফেলি
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটু খানি ভুলে
যদি আমার আঙ্গুলগুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটু খানি ভুলে
ভেবোনাকো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
যদি হাতটা তোমার ছুঁয়ে ফেলি দুষ্টু বাহানাতে
যদি কপাল জুড়ে টিপ এঁকে দেই ভিন্ন অজুহাতে
যদি হাতটা তোমার ছুঁয়ে ফেলি দুষ্টু বাহানাতে
যদি কপাল জুড়ে টিপ এঁকে দেই ভিন্ন অজুহাতে
ভেবোনাকো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
যদি ভালোবাসি বলে ফেলি নানান কথার ছলে
যদি আজই তোমার নাম লিখে নেই
একলা আমার দলে
যদি ভালোবাসি বলে ফেলি নানান কথার ছলে
যদি আজই তোমার নাম লিখে নেই
একলা আমার দলে
ভেবোনাকো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
যদি আমার আঙ্গুলগুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটু খানি ভুলে
ভেবোনাকো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
আমি কিন্তু তোমার ব্যাথায় সবচেয়ে বেশি কাঁদি
হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Jodi amar angul gulo hariye feli lyrics | Mahtim Shakib
যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি লিরিক্স | Jodi amar angul gulo hariye feli lyrics | Mahtim Shakib

Jodi amar angul gulo hariye feli lyrics :

Jodi amar angul gulo hariye feli
Tomar khola chule
Jodi tomay buke joriye feli
Ektu khani vule
Jodi amar angul gulo hariye feli
Tomar khola chule
Jodi tomay buke joriye feli
Ektu khani vule
Vebonako amay tumi obujh oporadhi
Ami kintu tomar bethay sob che besi kadi
Ami kintu tomar bethay sob che besi kadi
Hm hm hm hm hm hm hm hm
Hm hm hm hm hm hm hm hm
Jodi hat ta tomar chuye feli dusto bahanate
Jodi kopal jure tip akye dei vinno ojuhate
Jodi hat ta tomar chuye feli dusto bahanate
Jodi kopal jure tip akye dei vinno ojuhate
Vebonako amay tumi obujh oporadhi
Ami kintu tomar bethay sob che besi kadi
Ami kintu tomar bethay sob che besi kadi
Jodi valobashi bole feli nanan kothar chole
Jodi aaji tomar nam likhe nei
Ekla amar dole
Jodi valobashi bole feli nanan kothar chole
Jodi aaji tomar nam likhe nei
Ekla amar dole
Vebonako amay tumi obujh oporadhi
Ami kintu tomar bethay sob che besi kadi
Ami kintu tomar bethay sob che besi kadi
Jodi amar angul gulo hariye feli
Tomar khola chule
Jodi tomay buke joriye feli
Ektu khani vule
Vebonako amay tumi obujh oporadhi
Ami kintu tomar bethay sob che besi kadi
Ami kintu tomar bethay sob che besi kadi
Hm hm hm hm hm hm hm hm

মাহতিম বলেন, ‘এসএসসি পরীক্ষার আগে থেকে পরিকল্পনা করছিলাম পরীক্ষার পর নতুন কিছু গান প্রকাশ করব; যেগুলো আমার রাতের বেলায় কানে হেডফোন দিয়ে শুনতে ইচ্ছে করে। উত্সাহ পেয়েছি মূলত সনমপুরীকে দেখে। তারা পুরনো গানগুলোকে নতুন করে গাইছে। সেটা শ্রোতারাও গ্রহণ করছে। আমি চেয়েছি আমাদের জনপ্রিয় ছবির গান নিয়ে কাজ করতে। আমরা চার-পাঁচজন বন্ধু পুরো কাজটির সঙ্গে ছিলাম। মিউজিকটা আরো দুই বছর আগে বানানো। শুরুতে এই মিউজিকে অন্য গান করার ইচ্ছা ছিল। সাউন্ড প্রডিউসার হঠাৎ এই গানটির কথা বলে। গাওয়ার পর শুনে দেখি ভালো লাগছে। ’

‘এই মন তোমাকে দিলাম’ মাহতিমের কভার করা দ্বিতীয় গান। ভাইরাল এই গানে লাইক পড়েছে প্রায় দুই লাখ। এসেছে অসংখ্য কমেন্ট। নিজের নামে ফেসবুকে একটি পেজ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই মাহতিম। আর তাই শ্রোতাদের কমেন্টগুলোর খবরও জানেন না। বলেন, ‘এই গানটি ছাড়ার আগে আমার প্রথম কভারটির ভিউয়ার ছিল ৬৪ হাজার। প্রত্যাশা ছিল এটি ৭৪ হাজার ছাড়িয়ে যাক। এত দূর চলে আসবে ভাবনি। বলা যায় মাটি থেকে একটানে ছয়-সাততলা ওপরে চলে এসেছি। ’

ইউটিউবে কভার করা মাহতিমের গানের মধ্যে আরো রয়েছে—‘আমি দূর হতে তোমারে দেখেছি’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘এখন তো সময় ভালোবাসার’, ‘কানামাছি’, ‘ফাগুন হাওয়া’ (রবীন্দ্রসংগীত) প্রভৃতি। গত ঈদে এসেছে মাহতিমের প্রথম মৌলিক গান ‘বুকের বাঁ পাশে’ নাটকের টাইটেল। সেটিও ৩৭ লাখ ভিউয়ার ছাড়িয়ে গেছে। মাহতিমের মতে, দেশে তাঁর জেনারেশনের ছেলে-মেয়েরা বিদেশি গান নিয়ে যতটা আগ্রহী দেশি গানের ক্ষেত্রে ততটা নয়।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বাংলাদেশের গান নিজের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবেন তিনি। স্বপ্ন দেখেন ভিনদেশি গানের মতো বাংলাদেশের গানও একদিন বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে। নিজেকে আরো তৈরি করার জন্য মাহতিম পড়তে যেতে চান আমেরিকার ‘ম্যানহাটান স্কুল অব মিউজিক’-এ।

বলেন, ‘আমি গান করি ভালোবাসা থেকে। ইউটিউব থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে নয়। আমি চাই সারা দিন পরিশ্রম করে মানুষ যখন বিছানায় যাবে তখন যেন ইউটিউবে আমাকে খোঁজে। আমার গান শুনে প্রশান্তি পায়। ’ ভবিষ্যতে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতার স্বপ্নও দেখেন ১৭ বছর বয়সী এই কিশোর। বর্তমানে ক্লাসিক্যাল শিখছেন ওস্তাদ রফিক মাহমুদের কাছে। তাঁর প্রিয় শিল্পীদের তালিকায় রয়েছেন গুলাম আলী, এড শিরান, অরিজিৎ সিং। একদিন তাঁদের মতো নাম করতে চান মাহতিমও।

আরও দেখুনঃ

Leave a Comment