যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Jodi Kichuta Somoy Dite Lyrics | Rishi Panda

যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Music & Lyrics : Rishi Panda | Jodi Kichuta Somoy Dite

যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Jodi Kichuta Somoy Dite Lyrics | Rishi Panda

Song Name : Jodi Kichuta Somoy Dite
Music & Lyrics : Rishi Panda
Illustration & Animation : Rishi Panda

যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Jodi Kichuta Somoy Dite Lyrics | Rishi Panda
যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Jodi Kichuta Somoy Dite Lyrics | Rishi Panda

যদি কিছুটা সময় দিতে লিরিক্স :

সহজে ভুলেছ আজ আমাকে বোধহয়
আছ তোমার দামি ঘরে উঁচু ঠিকানায়,
ছিল আশা মনে কথা রাখবে তুমি
জানি আমারই তো ভুল তুমি ছিলে দোটানায়।

সে তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা,
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা।

যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
একা ফেলে যেতে নাতো ঘোর বর্ষায়,
যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
মন যে দিলাম মন পাওয়ারই আশায়।

সারাদিন ঘুরে, ঘরে ফেরার পর
রাস্তা থেকে দেখতাম, ঐ ছাদের ওপর,
একটা ছাতার নীচে কোনোরকম
বেশি আমি ভিজতাম, তুমি কিছু কম।

বলতে তুমি কেন গভীর রাতে
তোমার গোপন কথা আমার সাথে?

ছিল তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা,
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা।

যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
একা ফেলে যেতে নাতো ঘোর বর্ষায়,
যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
মন যে দিলাম মন পাওয়ারই আশায়।

যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Jodi Kichuta Somoy Dite Lyrics | Rishi Panda
যদি কিছুটা সময় দিতে লিরিক্স | Jodi Kichuta Somoy Dite Lyrics | Rishi Panda

Jodi Kichuta Somoy Dite Lyrics :

Sohoje bhulecho aaj amake bodhoy
Aaj tomar daami ghore unchu thikanay
Chhilo asha mone kotha rakhbe tumi
Jani amari toh bhul tumi chhile dotanay
Se tomar kotha diye
Notun kore golpo lekha
Aalto haat dhore
E shohor taake chinte shekha
Jodi kichuta somoy dite bujhte amay
Eka fele jete nato ghor borshay
Jodi kichuta shomoy dite bujhte amay
Mon je dilam mon paowari ashay
Saradin ghure ghure ghore pherar por
Rasta theke dekhtam oi chader opor
Ekta chatar niche konorokom
Beshi ami vujtam tumi kichu kom
Bolte tumi keno gobhir raate
Tomar gopon kotha amar sathe?

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন
আরও দেখুনঃ

Leave a Comment