যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed
বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।
বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
![যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed 2 যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/download-36.jpeg)
প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন।
বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন। বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।
![যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed 3 যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/images-38.jpeg)
যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed
যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স :
যাচ্ছি ছুটে বহুদূরে….
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ, জানে না কেউ।
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালোই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।
আমি কাব্য লিখি
খুব গোপনে
সেই কাব্যে আছে তোমার নাম
জানি দেখি নি তোমায় আজো
তবু করে রেখেছো মাতাল।
তাহলে কি সব কিছুই মিথ্যে
পাবো না কি তোমাকে খুঁজে..?
প্রশ্ন করি তোমাকে আমি আজ।
যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,জানে না কেউ
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালো ই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।
![যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed 4 Google News](https://music.glive24.com/wp-content/uploads/2024/03/Google-News-300x181.png)
Jacchi Chute Bohu Dure Lyrics :
jacchi chute bohu dure
jeno prithibi chere
jane na keu
jane na keu.
ar brishtite bhije neche
bhaloy achi beche
bari nau amay
priyo barite ekhon
bhalo lage na jokhon.
Ami Kabbo likhi
Khub gopone
Sei kabbe ace tomer Nam
Jani dekhini tomay ajo
tobu kore rekecho matal.
Tahole ki sob kicui mittha
pabo na ki tomake kuje…?
prosno kori tomake aj.
jacchi chute bohu dure
jeno prithibi chere
jane na keu, jane na keu.
R bristite vije neche
Valoi aci Beecher
Bari naow amay
prio barite akhon
Valo lage na Jokhon.
![যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed 5 যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/1592240472276.jpeg)
আরও দেখুনঃ
![যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed 1 যাচ্ছি ছুটে বহুদূরে লিরিক্স [ Jacchi Chute Bohu Dure Lyrics ] । শিতম আহমেদ । Shitom Ahmed](https://music.glive24.com/wp-content/uploads/2022/08/img_6584_1.jpeg)