আমি যারে বাসি ভালো লিরিক্স | Ami jare basi valo lyrics | শাহ আলম সরকার

আমি যারে বাসি ভালো লিরিক্স | শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫ ইং, বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে। নানাবাড়ী হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষা সমাপনীর পূর্বে জীবন যুদ্ধে জড়িয়ে পড়েন পারিবারিক প্রয়োজনে। ঢাকার সদরঘাটে ফুটপাতে গার্মেন্টস এক্সসরিজের ব্যবসা শুরু করেন।ইষ্টবেঙ্গল স্কুলে নাইট শিফটে ভর্তি হওয়ার পরে ও জীবন যুদ্ধের অনিবার্য কারণে লেখাপড়া আর হয়ে উঠেনি।

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare basi valo lyrics | শাহ আলম সরকার

কথা ও সুর : শাহ আলম সরকার
ট্রাক তৈরি ও আপলোড : মনির ইফতী
লিরিক ব্যবস্থাপনা : মাহী

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare basi valo lyrics | শাহ আলম সরকার 
শাহ আলম সরকার

আমি যারে বাসি ভালো লিরিক্স :

আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো।।
হয়না তার তুলনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।।
নিলো মন দিলো না, দিলো মন নিলো না।

চুল কালো আঁখি কালো,
কাজল কালো আরো..
কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো।।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে বেশি কালো।।
হয়না গো তার তুলনা।

বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল..
কাশফুলের চেয়ে সাদা বল কোন ফুল।।
আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা,
কাশফুলের চেয়েও সাদা..
আমার ভাইকে বলোনা।

বৃক্ষ সবুজ, তৃন সবুজ, সবুজ টিয়া পাখি।
টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি।।
আমি যারে ভালো বাসি,
টিয়ার চেয়েও সবুজ বেশি।।
বন্ধু রঙের বাসনা..

রক্ত রাঙ্গা, গোলাপ রাঙা,
রাঙ্গা পায়ের আলতা।।
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা
শাহ আলম সরকার কয় ,
আলতার চেয়েও রাঙা হয়।।
সোনা বন্ধুর ঠোঁট খানা।

https://www.youtube.com/watch?v=Tf4AmPw5oE8

সঙ্গীত জীবন:

তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব”খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে।

আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare basi valo lyrics | শাহ আলম সরকার 
শাহ আলম সরকার

তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার।তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী।প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন।তার কিছু উল্লেখযোগ্য গান হচ্ছেঃ

  • ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়-মমতাজ
  • মায়ের কান্দন যাবত জীবন-মমতাজ
  • আকাশটা কাঁপছিল ক্যান-মমতাজ
  • বান্ধিলাম পিরিতের ঘর-মমতাজ
  • খরকুটার এক বাসা বাঁধলাম-মনির খান
  • পাংচার হইয়া গেলে চলবেনা গাড়ী-মমতাজ
  • খায়রুন লো তোর লম্বা-মমতাজ
  • পাপী উম্মত কে কটিবে পার-আশিক
আমি যারে বাসি ভালো লিরিক্স | ami jare basi valo lyrics | শাহ আলম সরকার 
শাহ আলম সরকার

ইত্যাদি। তাঁর”আকাশটা কাঁপছিল ক্যান”গানটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে অন্তর্ভুক্ত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করে।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment