আমি যারে বাসি ভালো লিরিক্স | Ami jaare bashi valo Lyrics | Baula | বাউলা

আমি যারে বাসি ভালো লিরিক্স | শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫ ইং, বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে। নানাবাড়ী হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষা সমাপনীর পূর্বে জীবন যুদ্ধে জড়িয়ে পড়েন পারিবারিক প্রয়োজনে। ঢাকার সদরঘাটে ফুটপাতে গার্মেন্টস এক্সসরিজের ব্যবসা শুরু করেন।ইষ্টবেঙ্গল স্কুলে নাইট শিফটে ভর্তি হওয়ার পরে ও জীবন যুদ্ধের অনিবার্য কারণে লেখাপড়া আর হয়ে উঠেনি।

 

আমি যারে বাসি ভালো লিরিক্স | Ami jaare bashi valo Lyrics | Baula | বাউলা

Singer : Shah Alam Sarkar
Band Name: Baula বাউলা।

আমি যারে বাসি ভালো লিরিক্স :

দিলোনা দিলোনানিলো মন দিলোনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না

আমি যারে বাসি ভালো,

কাজলের চেয়েও কালো।

আমি যারে বাসি ভালো,

কাজলের চেয়েও কালো

হয় না যে তার তুলনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না

দিলোনা দিলোনানিলো মন দিলোনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।

চুল কালো আঁখি কালো,

কাজল কালো আরো..

কাজলের চেয়ে কালোকি বলতে কি কেউ পারো

আরে চুল কালো আঁখি কালো,

কাজল কালো আরো..

কাজলের চেয়ে কালোকি বলতে কি কেউ পারো

আমি যারে বাসি ভালোকাজলের চেয়েও কালো

আমি যারে বাসি ভালোকাজলের চেয়েও কালো

হয়না যে তার তুলনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না

বক সাদা দুধ সাদাসাদা কাশফুল..

কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল

আরে বক সাদা দুধ সাদাসাদা কাশফুল..

কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল

আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা,

কাশফুলের চেয়েও সাদা..

আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা,

কাশফুলের চেয়েও সাদা..

আমার ভাইকে বলোনা।

দিলোনা দিলোনানিলো মন দিলোনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।

বৃক্ষ সবুজতৃন সবুজসবুজ টিয়া পাখি..

আরে বৃক্ষ সবুজতৃন সবুজসবুজ টিয়া পাখি..

টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি।

আমি যারে ভালো বাসি,

টিয়ার চেয়েও সবুজ বেশি..

আমি যারে ভালো বাসি,

টিয়ার চেয়েও সবুজ বেশি..

বন্ধু রঙের বাসনা..

দিলোনা দিলোনানিলো মন দিলোনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না 

রক্ত রাঙ্গাগোলাপ রাঙা,

রাঙ্গা পায়ের আলতা

আরে রক্ত রাঙ্গাগোলাপ রাঙা,

রাঙ্গা পায়ের আলতা

আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা

শাহ আলম সরকার কয় ,

আলতার চেয়েও রাঙা হয়। (x2)

সোনা বন্ধুর ঠোঁট খানা।

দিলোনা দিলোনানিলো মন দিলোনা

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না 

আমি যারে বাসি ভালো,

কাজলের চেয়েও কালো

আমি যারে বাসি ভালো,

কাজলের চেয়েও কালো

হয় না যে তার তুলনা 

দিলোনা দিলোনানিলো মন দিলোনা।

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো

এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

Ami jaare bashi valo Lyrics

Dilona Dilona, Nilo mon dilo na
Eto je nithur bondhu jana chilona go
Ami jaare bashi valo Kajoler cheyeo kalo
Hoyna je taar tulona
Eto je nithur bondhu jana chilo na

Chul kalo ankhi kalo
Kajol kaalo aaro
Kajoler cheye kalo ki bolte ki keu paro
Ami jaare bashi valo kajoler cheyeo kalo
Hoyna je tar tulona

Bok sada dudh sada, sada kashful
Kashfuler cheyeo sada boloto kon ful ?
Amar bondhur premer fuler daga
Kasfuler cheyeo shada

সঙ্গীত জীবন:

তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব”খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে। তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার।তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী।প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন।তার কিছু উল্লেখযোগ্য গান হচ্ছেঃ

  • ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়-মমতাজ
  • মায়ের কান্দন যাবত জীবন-মমতাজ
  • আকাশটা কাঁপছিল ক্যান-মমতাজ
  • বান্ধিলাম পিরিতের ঘর-মমতাজ
  • খরকুটার এক বাসা বাঁধলাম-মনির খান
  • পাংচার হইয়া গেলে চলবেনা গাড়ী-মমতাজ
  • খায়রুন লো তোর লম্বা-মমতাজ
  • পাপী উম্মত কে কটিবে পার-আশিক

ইত্যাদি। তাঁর”আকাশটা কাঁপছিল ক্যান”গানটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে অন্তর্ভুক্ত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করে।

আরও দেখুনঃ

Leave a Comment