যেখানে সীমান্ত তোমার লিরিক্স | jekhane simanto tomar lyrics | কুমার বিশ্বজিৎ | লাকী আখন্দ
কুমার বিশ্বজিৎ (জন্মঃ ১ জুন ১৯৬৩) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন।

যেখানে সীমান্ত তোমার লিরিক্স | jekhane simanto tomar lyrics | কুমার বিশ্বজিৎ | লাকী আখন্দ
কন্ঠশিল্পীঃ কুমার’ বিশ্বজিৎ
যেখানে সীমান্ত তোমার লিরিক্স :
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে-সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি, চিনি সে ঠিকানা,
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা।
আমি তো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।
যেখানে-সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা,
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আশা।
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে সীমান্ত-তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
jekhane simanto tomar english lyrics Roman :
Sonali sukheri sara
Katar aghat bhule tumi
Esho ei phuleri kache
Jekhane shimanta tomar
Sekhane bosonto amar
Valobasha hridoye niye
Ami bare bar ashi phire
Daki tomay kache
Hajar fule cheyeche je poth
Ami chini chini se thikana
Tomar moner nirob bhasa
Seoto amar kache jana
কুমার ‘বিশ্বজিৎ চট্টগ্রাম জেলায় তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি সেখানে জন্মগ্রহণ করেন এবং সেখানে থেকেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।
বিশ্বজিৎ যদিও চট্টগ্রামে বেড়ে উঠেছেন, কর্মজীবনের জন্য তিনি বিভিন্ন সময় ঢাকা আসা যাওয়া করতেন। গানের প্রতি তার আলাদা টান ছিল। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’—এই গানটি দিয়ে সঙ্গীত ভুবনে আলোড়ন ফেলে দেন। তখন থেকেই তিনি বিখ্যাত হয়ে উঠেন।
সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশের নামকরা প্রায় সব সঙ্গীত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘ভিটা নাই রে’, ‘আমি সাম্পানে বাঁধিব ঘর’, ‘মানুষ বুড়ো হয় মন বুড়ো হয় না’, ‘মাতাল হাওয়া কেন বুকের মাঝে মিশে’, ’সেই কথা সেই স্মৃতি ছিলাম খেলার সাথি’ প্রভৃতি।
আরও দেখুনঃ
- নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | antosharshunno | ashes
- স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান
- আমার সোনার ময়না পাখি লিরিক্স | amar sonar moyna pakhi lyrics | অর্ণব | মনপুরা
- এমন যদি হতো লিরিক্স | emon jodi hoto lyrics | joler gaan | রাহুল আনন্দ
- এখনো মাঝে মাঝে লিরিক্স | ekhono majhe majhe lyrics | O Priya Tumi Kothay | Asif Akbar
- কেউ কথা রাখেনি কবিতা লিরিক্স [ Keu Kotha Rakheni koz Lyrics ] । সুনীল গঙ্গোপাধ্যায়
- বসন্তের গান রবীন্দ্র সংগীত লিরিক্স [ Boshonter Gaan Rabindra Sangeet Lyrics ] – রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]