রসিক আমার মন বান্ধিয়া লিরিক্স | নুসরাত ফারিয়া মাজহার (জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯৯৩) হলেন বাংলাদেশের একজন উপস্থাপক এবং মডেল। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি পরিচিত। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
রসিক আমার মন বান্ধিয়া লিরিক্স | Roshik Amar Mon bandhiya Lyrics |
| Shakib Khan | Nusrat Faria
Song : Roshik Amar
Movie : Shahenshah
Singer : Savvy & Kona
Lyricist : Priyo Chattopadhyay
Music Director : Savvy
Director: Shamim Ahamed Roni
Label : Unlimited Audio Video

রসিক আমার মন বান্ধিয়া লিরিক্স :
প্রেম পিরিতের ছন্দে ময়না,
প্রেম পিরিতের ছন্দে ময়না,
এমনি কমর দুলাইছে..
রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে,
রসিক আমার মন বাধিয়া পিঞ্জর বানাইছে।
মন যেন রসের কথায়,
মন যেন রসের কথায়,
প্রেমেরই জালে ফাসাইছে..
রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে,
রসিক আমার মন বাধিয়া পিঞ্জর বানাইছে।
রসে ডোবা রসগোল্লা,
প্রেমের পিঠা দারুন মিঠা রে।
লাগলে জোড়া আর ছাড়ে না,
প্রেম পিরিতের এমন আঁঠা রে।
প্রেম সোহাগের নীল যমুনায়
না জানি কখন ডুবাইছে..
রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে,
রসিক আমার মন বাধিয়া পিঞ্জর বানাইছে।
যার সাথে যায় মজে রে মন,
তারে ছাড়া জীবন চলে না।
ভালোবাসা কলার খোসা,
পিছলে গেলে বুকে ব্যেথা লাগে না।
দিল দরিয়ার ঘাটে সুজন,
বিয়ার সানাই বাজাইছে..
রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে,
রসিক আমার মন বাধিয়া পিঞ্জর বানাইছে।

Roshik Amar Mon bandhiya Lyrics :
Prem piriter chondey moyna
Emoni komor dulaiche
Roshik amaar mon badhiya pinjor banaiche
Rosik amar mon badhiya pinjor banaiche
Mon jeno rosher kothay
Premeri jaale fashaiche
Roshe doba rosogolla
Premer pitha darun mitha re
Laagle jora aar chare na
Prem piriter emon atha re
Prem sohager neel jomunay
Na jani kokhon dubaiche
Jar sathe jaay moje re mon,
Taare chara jibon chole na
Valobasha kolar khosha,
Pichle gele buke betha laage na
Dil doriyar ghate sujon,
Biyar sanai bajaiche..
ব্যক্তিগত জীবন:
নুসরাত ফারিয়া মাজহার ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে ঢাকার সেনানিবাসে। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস। ফারিয়া ২০২০ সালে রনী রিয়াদ রাশিদকে বিয়ে করেন। ২০২১ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন:
![]()
নুসরাত ফারিয়া মাজহার স্টাইলিশ হেয়ার অফ দা ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান উপস্থাপনা করছেন
আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি।

তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন