বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হৃদয় খান–এর কণ্ঠে গাওয়া রোমান্টিক গান “লক্ষীসোনা” সিনেমা জদি একদিন–এর অন্যতম আকর্ষণীয় গান। হৃদয় খানের অনন্য সুর, মেলোডি ও আবেগময় পরিবেশন এই গানটিকে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে।
এই গানটির কথা লিখেছেন বিখ্যাত গীতিকার এস এ হক অলিক, নির্মাণ করেছেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, এবং গানটি প্রকাশ করেছে আরটিভি মিউজিক।
লক্ষীসোনা গানের লিরিক্স | Lokkhishona Ganer Lyrics | Hridoy Khan | Jodi Ekdin
হৃদয় খান (জন্ম: ৩ জানুয়ারি ১৯৯১) বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের এক সুপরিচিত নাম। কিশোর বয়স থেকেই তিনি গান, কম্পোজিশন ও সুর করার সঙ্গে যুক্ত। ২০০৮ সালে তাঁর প্রথম অ্যালবাম “হৃদয় মিক্স” প্রকাশের পর থেকেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার তৈরি বহু গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
Movie & Production Details
- Movie: Jodi Ekdin
- Vocal, Tune & Music: Hridoy Khan
- Lyricist: S A Haque Olik
- Director: Mohammad Mostafa Kamal Raz
- Music Label: Rtv Music
লক্ষীসোনা গানের লিরিক্স
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে। (x2)
কলিজা তুই আমার,
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া,
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। (x2)
তুই আমার জীবন, তুই ছাড়া মরণ,
তুই যে আমারই সাত রাজারও ধন। (x2)
কলিজা তুই আমার,
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া,
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। (x2)
তুই চাঁদের কণা, তুই ছানা বোনা,
তুই যে আমারই সব সুখেরই ক্ষণ। (x2)
কলিজা তুই আমার,
তুই যে নয়নের আলো
লাগেনা তুই ছাড়া,
লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। (x3)
Lokkhishona Ganer Lyrics (English Transliteration)
Lokkhishona ador kore dicchi toke
Lokkho chumu maya bhora tori mukhe
Kolija tui amar tui je noyoner alo
Lagena tui chara lagena to je bhalo
Rupkotha tui to amari
Jiboner cheye aro daami
Tui amar jibon tui chara moron
Tui je amari shat rajaro dhon
Tui chader kona tui chhana bona
Tui je amari shob shukheri khon
Kolija tui amar tui je noyoner alo
Lagena tui chara lagena to je bhalo
Rupkotha tui to amari
Jiboner cheye aro daami